শরীর বিকৃত হয়ে গিয়েছিল, পান্টের ফেরা মিরাকল : শাস্ত্রী

প্রকাশিত হয়েছে - 2024-11-17T21:30:31+06:00
আপডেট হয়েছে - 2024-11-17T21:30:31+06:00
২২ ডিসেম্বর ২০২২, মিরপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট শুরু হয়েছিল। এরপর ১৯ সেপ্টেম্বর ২০২৪, ভারত-বাংলাদেশ চেন্নাই টেস্ট। মাঝখানের প্রায় দুই বছরে রিশভ পান্টের খেলা হয়নি কোনো টেস্ট। খেলবেনই বা কীভাবে, জীবনটাই যে প্রায় নিভতে বসেছিল! ভারতের এই তারকা উইকেটরক্ষক ব্যাটার ২০২২ সালের ডিসেম্বরে এত ভয়ানক এক দুর্ঘটনার শিকার হয়েছিলেন যে, অনেকের মতো রবি শাস্ত্রীও ভেবেছিলেন পান্টের আর ক্রিকেটে ফেরা হবে না।
তবে সেই পান্ট ভারতের হয়ে জিতেছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ফিরেছেন টেস্ট ক্রিকেটেও। আর ব্যাপারটাকে মিরাকল বা কাকতাল বলে মনে হচ্ছে শাস্ত্রীর। এর পেছনে যে জড়িয়ে আছে পান্টের ক্রিকেটের প্রতি ভালোবাসা আর অক্লান্ত পরিশ্রম, পান্টদের সাবেক হেড কোচ সে কথাই মনে করিয়ে দিলেন।
শাস্ত্রী বলেন, ‘সে সময়টার কথা আমি কখনও ভুলতে পারব না। ওর শরীর কেমন যেন বিকৃত হয়ে গিয়েছিল। দুর্ঘটনার এক মাসের মাথায় ওকে হাসপাতালে দেখতে যাই। সে তখন খুব ভয়ে ছিল। বড় অপারেশন হয়েছিল, শরীর ভর্তি সেলাই।’
শাস্ত্রী জোর গলায়ই বললেন, সে সময় পান্টকে যারা দেখেছেন তাদের কারোরই মনে হয়নি এই ক্রিকেটার আর কখনও ক্রিকেট খেলতে পারবেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি, সেই দিন আমার সাথে কেউ পান্টকে দেখতে গেলে সে-ও এটা ভাবত যে পান্ট হয়ত আর কোনো দিন ক্রিকেট খেলতে পারবে না। সেখান থেকে পুরো ফিট হয়ে ওঠা আর ক্রিকেটের মাঠে ফিরে আসাকে আমি মিরাকলই বলব।'
দুর্ঘটনার পর জীবন নিয়ে আরও সচেতন হয়েছেন পান্ট। শুধু জীবন নয়, ক্রিকেট নিয়েও বেড়েছে গুরুত্ব। শাস্ত্রী বলেন, ‘ওরকম একটা পরিস্থিতি থেকে ফিরে এসে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য হওয়া, এরপর টেস্ট দলে আসা, আমি বলব এটা বিরাট প্রাপ্তি। পান্টের সাথে কথা বললেই বোঝা যায় ক্রিকেটের প্রতি ওর সম্মান কতটা বেড়েছে। চোট সারিয়ে মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করেছে। গত কয়েক মাসে আমি তা দেখেছি। পরিশ্রমের কারণেই ও এখন টেস্ট ক্রিকেট খেলতে পারছে।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।