Scores

শল্যবিদের ছুরির নিচে নাসির

ইনজুরি আক্রান্ত বাংলাদেশি ক্রিকেটার নাসির হোসেন এখন শল্যবিদের ছুরির নিচে। শুক্রবার অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এবং বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয় নাসিরের অস্ত্রোপচার। অস্ত্রোপচার যাতে সফল হয়, এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন নাসির।

শল্যবিদের ছুরির নিচে নাসির
নাসির হোসেন। ছবি: ডেইলি স্টার

নিদাহাস ট্রফির পর ঘরোয়া ক্রিকেটে ঘাম ঝরিয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করে সিরাজগঞ্জে ছুটি কাটাতে গিয়েছিলেন নাসির। সেখানেই তিনি পান ইনজুরির সংবাদ। সিরাজগঞ্জ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় ফিরেই নিজের হাঁটুর অবস্থা দেখাতে যান বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কাছে। তার পরামর্শে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয় নাসিরকে। এরপর এমআরআই রিপোর্টে দেখা যায়, পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে নাসিরের। দেবাশীষ তখনই জানান, সুস্থ হয়ে উঠতে নাসিরের অস্ত্রোপচারের কোনো বিকল্প নেই।

ডান হাঁটুর এই ইনজুরির কারণে ছিটকে যান বাংলাদেশ ক্রিকেট লিগের শেষ দুটি রাউন্ডের খেলা থেকেও। ডিপিএল শেষে আমন্ত্রণে সিরাজগঞ্জ গিয়েছিলেন নাসির হোসেন। সেখানে ফুটবল খেলতে গিয়ে ডান হাঁটুতে চোট পান তিনি। যার ফলে লিগামেন্টই ছিড়ে যায় এই অভিজ্ঞ অলরাউন্ডারের। ঘরোয়া ক্রিকেট তো বটেই, এই ইনজুরি নাসিরকে ছিটকে ফেলে জাতীয় দলের বাইরেও।

Also Read - হাথুরুসিংহের মতোই 'স্বাধীন' রোডস


আর এই কারণেই সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে নাসির ছিলেন না বাংলাদেশ স্কোয়াডে। জনপ্রিয় এই অলরাউন্ডারের সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে লেগে যাবে প্রায় ছয় মাস। অর্থাৎ, চলতি বছর ব্যাট-বল হাতে নিজের কারিশমা দেখানোর সুযোগ নাসির পাচ্ছেন না বললেই চলে।

শুক্রবার নাসিরের যে অস্ত্রোপচার হচ্ছে, তার ব্যাপ্তি ৩ ঘণ্টা। চোট পাওয়ার পর অনেকদিন কেটে গেলেও অস্ত্রোপচার হচ্ছে একটু দেরিতেই। অ্যাথলেটদের ‘প্রিয় চিকিৎসক’ অস্ট্রেলিয়ার ডেভিড ইয়াং নিজেই ছিলেন অসুস্থ। তার বদলি হিসেবে কাউকে বাছাই করতেও বেগ পেতে হয়েছে বোর্ডকে, কেননা শিডিউল পাওয়া যাচ্ছিল না অনেক চেষ্টার পরও। অবশেষে একজন বিশেষজ্ঞের কাছে সময় পাওয়ায় গত মাসের শেষদিকে অস্ট্রেলিয়া উড়াল দেন নাসির।

আরও পড়ুনঃ ভারত অনূর্ধ্ব-১৯ দলে শচীন পুত্র

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইপিএল আয়োজনে আগ্রহের গুঞ্জন উড়িয়ে দিলো নিউজিল্যান্ড

ক্রিকেটারদের সাথে বৈঠক শেষে কোয়াবের ‘দুই’ আর্জি

আইপিএল ছাড়া ২০২০ শেষ হতে দেখতে চান না সৌরভ

আগস্টে ‘এলপিএল’ আয়োজন করবে শ্রীলঙ্কা

‘আমি চাই খেলা হবে পরিষ্কার’