Scores

শহিদুল-এবাদতদের বোলিং তোপে দিশেহারা কর্নাটক

ভারত সফরে নিজেদের তৃতীয় চারদিনের ম্যাচে স্বাগতিক কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে দুর্দান্ত শুরুর দেখা পেয়েছে বিসিবি একাদশ। বল হাতে সফরকারীদের দুর্দান্ত শুরু এনে দিয়েছেন শহিদুল ইসলাম, এবাদত হোসেন, আরিফুল হকরা। সফরকারী বোলারদের বোলিং তোপে ম্যাচের শুরুতেই কোণঠাসা স্বাগতিকরা।

 

মধ্যাঞ্চলকে খেলায় ফেরালেন শহিদুল-মজিদ
শহিদুল ইসলাম। ফাইল ছবি

 

Also Read - অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিততে চান সাকিব


বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুমিনুল হক। সফরকারী দলের অধিনায়কের সিদ্ধান্ত যে ভুল ছিল না ম্যাচের শুরু থেকেই তার প্রমাণ দিতে থাকে বোলাররা।

প্রথম ইনিংসে সাফল্য পেতে মাত্র ১২ বল অপেক্ষা করতে হয় সফরকারীদের। তৃতীয় ওভারের প্রথম বলেই দলকে সাফল্য এনে দেন শহিদুল। তিন ব্যবধানে আবারও মাতেন উইকেট শিকারের আনন্দে। এরপর তার সাথে উইকেট উৎসবে যোগ দেন একে একে এবাদত ও আরিফুল।

শেষ খবর পাওয়া পর্যন্ত স্কোরবোর্ডে ৪৪ রান যোগ করতেই ৭ উইকেট নেই স্বাগতিকদের। দলকে লজ্জার হাত থেকে বাঁচাতে প্রাণপণে লড়ে যাচ্ছেন স্বাগতিকদের দুই ব্যাটসম্যান বিনয় ও দেবিয়া।

সফরকারী বোলারদের মধ্যে ৭ ওভার বল করে ৪ মেডেনসহ ৯ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন শহিদুল। ১০ ওভার হাত ঘুরিয়ে ২৬ রানের বিনিময়ে এবাদত দুটি ও বদলি বোলার হিসেবে আক্রমণে আসা আরিফুল ৪ ওভার থেকে ১৬ রান খরচায় লাভ করেছেন দুটি উইকেট।

বিসিবি একাদশ: সাদমান ইসলাম, সাইফ হাসান, মুমিনুল হক, জহুরুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, আরিফুল হক, সানজামুল ইসলাম, শহিদুল ইসলাম ও এবাদত হোসেন।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ওয়াটসন-নাইমের ব্যাটে রান পাহাড়ে রংপুর

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে জিতল কুমিল্লা

ভিডিওঃ এবাদতের দুর্দান্ত ইয়র্কারে বোল্ড ওয়াটসন

তবুও সিলেটে দর্শক সমর্থনের প্রত্যাশা সিলেট থান্ডারের

বিপিএলে এবার দল পেলেন শেলডন কটরেল