Scores

শান্ত’র টানা শতকে এইচপির দাপুটে জয়

বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দলের ইংল্যান্ড সফরের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় ম্যাচে এসে ঠিকই জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বাধীন সফররত হাই পারফরম্যান্স দল।

ইংল্যান্ড সফরে টানা দ্বিতীয় শতক তুলে নিলেন শান্ত।

সফরকারী দলের অধিনায়ক শান্তর টানা দ্বিতীয় শতকে ভর করে স্বাগতিকদের গড়া রান পাহাড় টপকে ছয় উইকেটের জয়ের দেখা পায় এইচপি দল।

নটিংহাম স্পোর্টস ক্লাব মাঠে সফরের দ্বিতীয় ম্যাচে টস জিতে স্থানীয় দল নটিংহ্যাম্পশায়ারের দ্বিতীয় একাদশ আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভার শেষে মার্শালের ৯৬ রানের সুবাদে স্থানীয় দলটি ৬ উইকেট হারিয়ে ২৯৪ রানের বিশাল পুঁজি দাঁড় করায়। বাংলাদেশ হাই পারফরম্যান্সের বোলারদের পক্ষে ৪৯ রান খরচ করে সাইফউদ্দিন ৪টি ও এবাদত হোসেন ২টি উইকেট শিকার করেন।

Also Read - বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে আইসিসির নতুন নিয়ম


বড় রান তাড়া করতে নেমে দলীয় ৮৪ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে চতুর্থ উইকেট জুটিতে চাপকে দূরে ঠেলে আল-আমিন জুনিয়র ও অধিনায়ক শান্তের ব্যাটে জয়ের পথে ছুটতে থাকে হাই পারফরম্যান্স দল। আর দু’জনের গড়া ১৮৪ রানের জুটিতে ভর করে ম্যাচটি নিজেদের করে নেয় সফরকারীরা।

আল-আমিন ৯১ বলের ৮৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরলেও দলকে ম্যাচ জিতিয়ে তবেই মাঠ ছাড়েন অধিনায়ক শান্ত। ১৪৮ বল মোকাবেলায় ৭ চার আর ৪ বিশাল ছক্কায় অপরাজিত ১৪৪ রানের ইনিংস সাজান বিজয়ী দলের অধিনায়ক শান্ত।

উল্লেখ্য, এর আগে সফরের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে একই প্রতিপক্ষের বিপক্ষে শতকের দেখা পেয়েছিলেন প্রতিভাবান ব্যাটসম্যান শান্ত। রান-আউটের ফাঁদে পড়ার আগে ঐ ম্যাচে ১০৬ রানের অনবদ্য ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

সংক্ষিপ্ত স্কোরকার্ড-

নটিংহ্যাম্পশায়ার দ্বিতীয় একাদশঃ ২৯৪/৬ (৫০ ওভার)
মার্শাল ৯৬; সাইফউদ্দিন ৪৯/৪

বিসিবি এইচপিঃ ২৯৬/৪ (৫০ ওভার)
শান্ত ১৪৪*, আল-আমিন ৮৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

দিনের শুরুতেই সুমনের শিকার রশিদ খান

সামান্য টার্নেই ভড়কে যাচ্ছেন আফগান ব্যাটসম্যানরা!

প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে সমানে সমান লড়াই

আল-আমিনে দিশেহারা আফগানিস্তান

আইরিশদের বিপক্ষে স্বাগতিকদের সামনে জয়ের হাতছানি