Scores

শান্ত থাকলেও যে কারণে নেই সৌম্য

এশিয়া কাপের দলে ছিলেন সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত দুজনই। সৌম্য অবশ্য সুপার ফোরে হুট করে পাওয়া ডাকে উড়ে গিয়েছিলেন আরব আমিরাত। গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে ব্যাটিং ধ্বস আটকাতে রেখেছিলেন বড় ভূমিকা। সেই হিসেবে অপেক্ষাকৃত অধিক ম্লান ছিল শান্তর পারফরম্যান্স।

বাংলাদেশকে এগিয়ে রাখছেন সৌম্য
সৌম্য সরকার। ছবি: বিডিক্রিকটাইম

অথচ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে শান্ত সুযোগ পেলেও উপেক্ষিত থেকেছেন সৌম্য। দল ঘোষণার পর থেকেই এ নিয়ে চলছে আলোচনা। অবশেষে এর ব্যাখ্যা দিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

তিনি জানান, ভবিষ্যৎ খেলোয়াড় তৈরির প্রক্রিয়ার অংশ হিসেবে জুনিয়র ক্রিকেটার শান্তকে আবারও সুযোগ দিয়েছেন নির্বাচকরা। বাশার বলেন, আমাদের ভবিষ্যতের খেলোয়াড় তৈরি করতে হবেতিনটা ম্যাচ দেখে যদি একজন খেলোয়াড়কে বাদ দিই তাহলে প্রক্রিয়াটা শেষ হবে নাওকে আরেকটা সুযোগ দেওয়া উচিত।’

টেস্টের জন্য বিবেচনায় শান্ত!বর্তমান সিনিয়র ক্রিকেটাররাও এভাবেই তৈরি হয়েছেন উল্লেখ করে বাশার আরও বলেন, আজকের প্রতিষ্ঠিত খেলোয়াড় সাকিব-তামিম-মুশফিককেও এভাবে সুযোগ দেওয়া হয়েছেক্যারিয়ার শুরুতে এসেই সবাই ভালো খেলে নাআন্তর্জাতিক ক্রিকেটে তাকে তৈরি হতে আরেকটা সুযোগ দেওয়া দরকার।’

Also Read - প্রথমবারের মত শীর্ষ দশে উসমান খাজা

তাহলে সৌম্য কি বারবার সুযোগ পেয়েও ভালো করতে না পারার দোষে বাদ পড়লেও? সাবেক এই অধিনায়কের ব্যাখ্যা, সৌম্য অনেক দিন ধরে খেলেছেখেলোয়াড় হিসেবে সে তৈরি কিন্তু ছন্দে নেইসেখানে শান্তকে আমাদের তৈরি করতে হবেশান্ত-রাব্বী এ ধরনের খেলোয়াড়দের সময় দিয়ে তৈরি করতে হবেসৌম্য ছন্দে ফিরলে আবার দলে চলে আসবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মোহাম্মদ সাঈফউদ্দিন ও ফজলে রাব্বি মাহমুদ।

আরও পড়ুন: কোহলির সাথে সেলফি তুলবেন বলে…

Related Articles

উইন্ডিজের বিশ্বকাপ দলে যুক্ত হচ্ছেন পোলার্ড!

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ইংল্যান্ড

জয়ের পর উদযাপনে কমতি ছিল কেন?

অ্যালেনকেই ‘টার্গেট’ করেছিলেন মোসাদ্দেকরা

শিরোপা জেতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা মাশরাফির