শান্ত-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ
ইউনিভার্সিটিস অব ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশের দেওয়া ২২৮ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই বিজয়ের উইকেট হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ১৫.৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৯০ রান। জয়ের জন্য ২০৫ বলে প্রয়োজন আরও ১৩৮ রান। ৪২ রান নিয়ে শান্ত ও ৪১ রান নিয়ে ব্যাট করছেন লিটন।
সাবিনা পার্কে টস জিতে মাহমুদউল্লাহ রিয়াদের আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর সফরকারীদের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটের বিনিময়ে ২২৭ রানের পুঁজি পেয়েছে ইউনিভার্সিটিস অব ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান এসেছে ওটলির ব্যাট থেকে। তাছাড়া হজ ৪৪, জাঙ্গো ৩৬ ও গেইল দলের হয়ে করেছেন ২৯ রান।
Also Read - ধাক্কা দিয়ে ইনিংস শুরু বাংলাদেশেরMosaddek Hossain was absolutely phenomenal in Tigers’ one-off 50-over warm-up match of Windies tour. #UWIvBAN pic.twitter.com/aS0h2jvtgO
— bdcrictime.com (@BDCricTime) July 19, 2018
বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্ব্ল ছিলেন মোসাদ্দেক হোসেন। তার বোলিং কোটার ১০ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৪ রান খরচায় গুরুত্বপূর্ণ ৪টি উইকেট তুলে নিয়েছেন তিনি। তাছাড়া পেসারদের মধ্যে রুবেল হোসেন ৪০ রানে শিকার করেছেন ৩টি উইকেট। একটি করে উইকেট লাভ করেছেন মুস্তাফিজুর রহমান ও আবু হায়দার রনি।
স্কোরকার্ড-
৫০ ওভার শেষে চ্যান্সেলর্স একাদশ: ২২৭/৯
ওটলি ৫৮, হজ ৪৪, জাঙ্গো ৩৬, গেইল ২৯; মোসাদ্দেক ১৪/৪, রুবেল ৪০/৩
আরও পড়ুনঃ টি-২০ সিরিজের বিবেচনায় সোহাগ গাজী