শামীমকে ব্যাট উপহার দিলেন রিয়াদ
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নজরকাড়া পারফরম্যান্সে আলো কেড়েছেন যে কয়জন তরুণ পারফর্মার, তাদেরই একজন শামীম হোসেন পাটোয়ারি। গত ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দেশকে বিশ্বকাপ জেতানো এই ক্রিকেটার সদ্য সমাপ্ত টুর্নামেন্টে খেলেছেন জেমকন খুলনার হয়ে।

টুর্নামেন্টে আলো কেড়ে নেওয়া অন্যতম তরুণ পারফর্মার ছিলেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার। চনমনে এক চরিত্র, সদা হাস্যজ্বল। জ্বলজ্বলে তার মাঠের পারফরম্যান্সও। বাঁহাতি ব্যাটিং আর ডানহাতের অফ স্পিনে টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি কতটা কার্যকর, তা বেশ ভালোই বুঝতে পেরেছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, বুঝতে পেরেছিল খুলনার টিম ম্যানেজমেন্টও। তাই শিরোপাজয়ী দলটি প্রতিটি ম্যাচেই সুযোগ দিয়েছে শামীমকে। যখনই যেভাবে সুযোগ পেয়েছেন, শামীমও আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছেন।
শামীম অবশ্য বেশি প্রশংসা কুড়িয়েছেন ফিল্ডিংয়ের কারণে। কারও কারও মতে, খুলনার দারুণ সাফল্যের পেছনে বড় অবদান শামীমের দুর্দান্ত ও নির্ভুল ফিল্ডিংয়ের। অনুজের এমন পারফরম্যান্স নিশ্চয়ই স্বস্তি দেয় ট্রফিজয়ী অধিনায়ক রিয়াদকে। ফাইনাল শেষ হতেই তাই শামীমের হাতে রিয়াদ তুলে দিয়েছেন বিশেষ এক উপহার। আর তা ক্রিকেট ব্যাট।
Also Read - মিরপুরে অনূর্ধ্ব-১৯ বোলারদের নিয়ে ‘বিশেষায়িত’ ক্যাম্পগত শুক্রবার (১৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের হাই ভোল্টেজ ফাইনালে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হয় জেমকন খুলনা। চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে খুলনা জিতে নেয় শিরোপা। ম্যাচ শেষে শিরোপা জয়ের তৃপ্তি নিয়ে ড্রেসিংরুমে শামীমের হাতে উপহার হিসেবে নিজের একটি ব্যাট তুলে দেন রিয়াদ।
চাঁদপুরের ক্রিকেটার শামীম এখন পর্যন্ত খেলেছেন ১৪টি লিস্ট ‘এ’ ম্যাচ ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ। আছে প্রথম শ্রেণির একটি ম্যাচ খেলার অভিজ্ঞতাও, তাও ২০১৭ সালে। ধারাবাহিকতা রক্ষা করতে পারলে ভবিষ্যতে তিনি বাংলাদেশ দলকেও প্রতিনিধিত্ব করবেন, এমন ইঙ্গিতই যেন দিয়েছেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।