Scores

শাহীন-হাসানকে ছাড়াই পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও বহুল আলোচিত এই সিরিজের দলে নেই দুই তারকা পেসার শাহীন আফ্রিদি ও হাসান আলী। দুই ক্রিকেটারই দলে থাকতে পারছেন না অসুস্থতা ও চোটের কারণে।

শাহীন-হাসানকে ছাড়াই পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড

শনিবার (২১ সেপ্টেম্বর) ঘোষিত এই স্কোয়াডে ডাক পেয়েছেন ইফতিখার আহমেদ ও মোহাম্মদ নাওয়াজ। ব্যাটসম্যান ইফতিখার ও স্পিনিং অলরাউন্ডার নাওয়াজ দুজনই ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন দীর্ঘ সময় পর।

Also Read - টি-১০ টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশি ক্রিকেটাররা


তবে কপাল পুড়েছে মোহাম্মদ হাফিজের। প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ উল হকের বাছাই করা স্কোয়াডে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে রাখা হয়নি। এছাড়া বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শোয়েব মালিক, তা অবশ্য একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বলে। পেসার শাহীন আফ্রিদি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর খেলার মত পূর্ণ ফিটনেস অর্জন করতে পারেননি এখনো। আর হাসান আলী ভুগছেন পিঠের ব্যথায়।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে করাচিতে শুরু হবে স্বাগতিক পাকিস্তান ও সফরকারী শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর। এরপর লাহোরে ৫, ৭ ও ৯ অক্টোবর মাঠে গড়াবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

একনজরে পাকিস্তান ওয়ানডে দল

সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম (সহ-অধিনায়ক), আবিদ আলী, আসিফ আলী, ফখর জামান, হারিস সোহেল, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, উসমান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপের সেরা মুহূর্ত হিসেবে নির্বাচিত হল বাংলাদেশের জয়

চার প্রক্রিয়ায় অনুশীলনের পরিকল্পনা সাজিয়েছে ভারত

মাঠে ফিরছে ক্রিকেট, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি চূড়ান্ত

সেই বাদ পড়াই বদলে দেয় তামিমের ক্রিকেট জীবন

কোহলির অনুশীলন দেখে লজ্জিত হতেন তামিম!