Scores

শীঘ্রই ঢাকা আসছেন হাথুরুসিংহে

শীঘ্রই ঢাকা আসছেন জাতীয় দলের সদ্য ‘সাবেক’ হওয়া কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ১৫ নভেম্বর অথবা ১৬ নভেম্বর বাংলাদেশে পা রাখবেন সাবেক এই শ্রীলঙ্কান ক্রিকেটার।

চন্ডিকা হাথুরুসিংহে

গত বৃহস্পতিবার হুট করেই পদত্যাগের ঘোষণা দেন হাথুরুসিংহে। কাগজে-কলমে কিংবা পরিসংখ্যানের বিচারে তিনিই দেশের সর্বকালের সেরা কোচ। তার অধীনে জাতীয় দল পেয়েছে অবিস্মরণীয় সাফল্য। যদিও এতে তার অবদান কতটুকু, এ নিয়ে রয়েছে বিতর্ক। হাথুরুসিংহের সাথে বিসিবির চুক্তি ছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। সেই হিসেবে আরও বছর দেড়েক বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা তার। কিন্তু তার আগেই বাংলাদেশ পর্বকে বিদায় বলে দিয়েছেন হাথুরুসিংহে।

Also Read - জয়ের ছন্দ ধরে রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স


হাথুরুসিংহে যে বাংলাদেশের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তে অটল, সেটি স্পষ্ট তার আচরণেই। সাম্প্রতিক সময়ে ধুঁকতে থাকা শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড থেকে তিনি পেয়েছেন লোভনীয় প্রস্তাব। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরেই বোর্ডকে দিয়েছিলেন পদত্যাগের ইঙ্গিত। শুধু তা-ই নয়, বাংলাদেশের কোচিং করিয়ে বিপুল জনপ্রিয়তা পাওয়া হাথুরুসিংহে তার সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল থেকেও মুছে ফেলেছেন বাংলাদেশের কোচের পরিচয়।

তবে এতো সহজেই হাথুরুসিংহেকে ছাড়তে চাইছে না তার অনুগত বিসিবি। হাথুরুসিংহেকে অনেক স্বাধীনতা দিয়েছিল বোর্ড, সেই সাথে ছিল মোটা অঙ্কের বেতন। এরপরও কোচ কেন দলের দায়িত্ব ছাড়ছেন, সেটি বোর্ডের জন্য বড় এক প্রশ্নই। বিসিবি কর্তারা তাই রীতিমতো অনুরোধ করেই হাথুরুসিংহেকে ঢাকা নিয়ে আসছেন। জানা গেছে, শ্রীলঙ্কান এই কোচকে সিদ্ধান্ত বদলের জন্য অনুরোধ করবে বিসিবি। তাতে হাথুরুসিংহের টনক না নড়লে অন্তত আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ পর্যন্ত থাকতে বলবেন বিসিবি কর্তারা।

তবে সেই সফরে হাথুরুসিংহে থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়ার সম্ভাবনা নেই। শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ হওয়া এখন তার জন্য সময়ের ব্যাপার মাত্র। সেই সফরে লঙ্কান ক্রিকেটারদের গুরু হিসেবে তাই বাংলাদেশ সফর করতে হতে পারে তাকে!

আরও পরুনঃ মাঠে বসে ধূমপানঃ বিপিএলে নিষিদ্ধ মঈনুল হক

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিসিবির শর্টলিস্টে মোট পাঁচজন কোচ

হাথুরুসিংহে নন, দৌড়ে এগিয়ে মাইক হেসন!

ঈদের আগেই সাক্ষাৎকার দেবেন হাথুরুসিংহে

হাথুরুসিংহেকে হটিয়ে শ্রীলঙ্কার কোচ জয়রত্নে

হাথুরুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি