
এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের তৃতীয় ম্যাচে ললিতপুর প্যাট্রিয়টসের বিরুদ্ধে মাঠে নামছে তামিম ইকবালের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। দুই ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ভাইরাহাওয়া।

নেপালের কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ভাইরাহাওয়া ও ললিতপুরের ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর পৌনে দুইটায়।
আরও পড়ুন : টুইটারে প্রশংসার জোয়ারে ভাসছেন মুস্তাফিজ
জয়ের ছন্দ ধরে রাখতে এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে ভাইরাহাওয়া। ললিতপুর এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে দুটি ম্যাচেই হেরেছে। দলটির অবস্থানও পয়েন্ট টেবিলের তলানিতে। নিজেদের তৃতীয় ম্যাচে তাই একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের যাচাই করার পথে হাঁটতে পারে দলটি।
Two heavyweights of international cricket, Sher-e-Bengal @TamimOfficial28 and #Lankan lion @upultharanga44 in the crease for @BhwGladiators#eplt20#daretodream pic.twitter.com/GCgZ3uZNqk
— EPL – Everest Premier League (@eplt20official) September 29, 2021
ভাইরাহাওয়ার অন্যতম মূল খেলোয়াড় তামিম বুধবার দীর্ঘ ৭০ দিন পর ব্যাট হাতে মাঠে নেমেছেন। যদিও আলো ছড়ানোর সুযোগ পাননি। ১৩ বলে ১২ রান করে ফেরেন সাজঘরে। এই ম্যাচে তার স্বাচ্ছন্দ্য ব্যাটিংয়ের জন্য ভাইরাহাওয়ার মত উন্মুখ হয়ে থাকবেন তামিম-ভক্তরাও।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স : শারদ ভেসোকার (অধিনায়ক), তামিম ইকবাল, রোহিত পাউদেল, আরিফ শেখ, কুশল মাল্লা, অবিনাশ বোহারা, প্রদীপ অইরি, উপুল থারাঙ্গা (উইকেটরক্ষক), ধামিকা প্রসাদ, কৃষ্ণ কার্কি ও দুর্গেশ গুপ্ত।
ললিতপুর প্যাট্রিয়টস : কুশল ভুরতেল (অধিনায়ক), সান্দুন উইরাকদি, শঙ্কর রানা, ওশাডা ফার্নান্দো, পবন সরফ, যোগেন্দ্র সিং কার্কি, রশিদ খান, রাঞ্জুং মিকিও দর্জি, নারায়ণ যোশি, ললিত রাজবংশী, রিজান ধাকাল।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।