Scores

শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব

চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলেননি সাকিব আল হাসান। তবে টেস্টের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন এ বাঁহাতি অলরাউন্ডার। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। 

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ৪২০ রেটিং নিয়ে শীর্ষে আছেন সাকিব আল হাসান। দুই নম্বরে আছেন রবীন্দ্র জাদেজা। তার রেটিং পয়েন্ট ৩৯০। রবিচন্দ্রন অশ্বিন তিনে (৩৬৭ রেটিং) এবং চারে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস (৩৫৭ রেটিং) অবস্থান করছেন। পাঁচ নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ভারনন ফিলান্ডার। তার রেটিং পয়েন্ট ৩১৪। ফিলান্ডার থেকে ১৭ রেটিং কম নিয়ে ছয়ে ইংল্যান্ডের মঈন আলি।

এছাড়া সাতে অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক, আটে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, নয়ে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এবং দশে ইংল্যান্ডের ক্রিস ওকস রয়েছেন।

Also Read - ভারতের মুখোমুখি আত্মবিশ্বাসী বাংলাদেশ


ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৯৪৩ রেটিং শীর্ষস্থান ধরে রেখেছেন স্টিভ স্মিথ। প্রথম ছয়জনের অবস্থানই অপরিবর্তিত। দুইয়ে রয়েছেন ভারতের বিরাট কোহলি (৯১২)। ৮৮১ রেটিং নিয়ে তিনে ইংল্যান্ডের জো রুট এবং ৮৫৫ রেটিং নিয়ে তারপরে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। পাঁচে থাকা ডেভিড ওয়ার্নার এবং ছয়ের চেতেশ্বর পুজারার রেটিং যথাক্রমে ৮৩১ ও ৮১০।

উত্থান ঘটেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের (৭৭৮)। পাঁচ ধাপ এগিয়ে সাতে উঠে এসেছেন তিনি। এছাড়া আটে পাকিস্তানের আজহার আলি, নয়ে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা এবং দশে আছেন ইংল্যান্ডের অ্যালেস্টার কুক।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা র‍্যাঙ্কিং সাকিব আল হাসানের। ৬৪২ রেটিং নিয়ে ২২ নম্বরে আছেন সাকিব আল হাসান। অবনমন ঘটেছে তার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এক টেস্টে এগারো উইকেট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ফিরেছেন প্রোটিয়া পেসার রাবাদা। ৯০২ তার ক্যারিয়ার সেরা রেটিং। রাবাদা টপকে গিয়েছেন জেমস অ্যান্ডারসনকে, জিমি এখন দুই নম্বরে (৮৮৭)। ৮৪৪ রেটিং নিয়ে তিনে আছেন রবীন্দ্র জাদেজা। তার থেকে ৪১ রেটিং কম নিয়ে চারে জাদেজার স্বদেশী অশ্বিন। এছাড়া পাঁচে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড, ছয়ে কিউই পেসার নিল ওয়াগনার, সাতে লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ, আটে দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলান্ডার, নয়ে ও দশে দুই অজি বোলার যথাক্রমে মিশেল স্টার্ক ও নাথান লায়ন।

অলরাউন্ডার ও ব্যাটসম্যান র‍্যাংঙ্কিংয়ের মতো বাংলাদেশের বোলারদের মধ্যেও সেরা অবস্থানে সাকিব। ৬৫৫ রেটিং নিয়ে ১৮ নাম্বারে আছেন তিনি।


আরো পড়ুন : ভারতের মুখোমুখি আত্মবিশ্বাসী বাংলাদেশ 


 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইপিএল ছাড়া ২০২০ শেষ হতে দেখতে চান না সৌরভ

ক্রিকেট মাঠে ফেরায় টুইটারে ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাস

হাঁটু গেঁড়ে প্রতিবাদের মাধ্যমে মাঠে ফিরল ক্রিকেট

সাউদাম্পটন টেস্ট : প্রত্যাবর্তনের প্রথম দিন বৃষ্টির নিয়ন্ত্রণে

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যে পাঁচটি নিয়মে পরিবর্তন