শীর্ষ অলরাউন্ডার রশিদ, র্যাঙ্কিংয়ে উন্নতি মুশফিক-মুস্তাফিজ-লিটনের
এশিয়া কাপ ২০১৮ পর্বের সমাপ্তির পর হালনাগাদ শেষে ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানকে টপকে সেরা অলরাউন্ডারের তকমা নিজের দখলে নিয়েছেন আফগানিস্তানের রশিদ খান। তাছাড়া উন্নতির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, লিটন দাসদের পাশাপাশি শিখর ধাওয়ান, রোহিত শর্মারা।
দুর্দান্ত একটি প্রতিযোগিতা শেষ করে ব্যাটসম্যানদের মধ্যে ক্যারিয়ার সেরা অবস্থানে আরোহণ করেছেন বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেওয়া রোহিত শর্মা। ব্যাট হাতে ৩১৭ রান করে দুই ধপ এগিয়ে দ্বিতীয়বারের মতো র্যাঙ্কিংয়ের দ্বিতীয়স্থানে ওঠে এসেছেন তিনি। তার পাশাপাশি আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ধাওয়ানও দেখা পেয়েছেন উন্নতির।

আসরজুড়ে ৩৪২ রান করে চার ধাপ উন্নতিতে বর্তমানে ব্যাটসম্যান্দের তালিকার পঞ্চম অবস্থানে ওঠে এসেছেন বাঁহাতি এ ওপেনার। তাছাড়া ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদব তিনধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা তিন নম্বর অবস্থানে তুলে নিয়ে এসেছেন নিজেকে।
Also Read - বিশ্বকাপের দল গঠনের প্রক্রিয়া চলছে!অন্যদিকে আফগানিস্তানের ওপেনার মোহাম্মদ শাহজাদ ১৯ ধাপ এগিয়ে ৩৬তম অবস্থানে ও বোলারদের তালিকায় মুজিব উর রহমান ১৫ ধাপ এগিয়ে দখল করে নিয়েছেন অষ্টমস্থান।

বাংলাদেশিদের মধ্যে আসরজুড়ে দারুণ ব্যাট করার পুরস্কারস্বরূপ র্যাঙ্কিংয়ে উন্নতির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। ক্যারিয়ার সেরা ১৬তম অবস্থানে ওঠে এসেছেন তিনি। অন্যদিকে ফাইনালে ব্যাট হাতে ১২১ রানের রোমাঞ্চকর ইনিংস খেলা লিটন দাস এক লাফে ১০৭ ধাপ এগিয়ে অবস্থান করছেন ১১৬তম অবস্থানে।
বোলারদের মধ্যে আসরজুড়ে সর্বোচ্চ ১০ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমানও দেখা পেয়েছেন উন্নতির। মোট চার ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের ১২তম অবস্থানে বর্তমানে রয়েছেন বাঁহাতি এ পেসার।
পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে ইমাম উল হক ১৫ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের ২৭তম অবস্থানে ও শোয়েব মালিক ১২ ধাপ এগিয়ে ওঠে এসেছেন ৪২তম অবস্থানে। বাংলাদেশের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে ২০ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়ে বোলারদের মধ্যে সাত ধাপ এগিয়ে ৩০তমস্থানে আরোহণ করেছেন পেসার জুনায়েদ খান।
অলরাউন্ডারদের তালিকায় ছয় ধাপ এগিয়ে সাকিবকে সরিয়ে তালিকার শীর্ষস্থান কেড়ে নিয়েছেন রশিদ খান। আফগান এ অলরাউন্ডারের ৩৫৩ রেটিংয়ের বিপরীতে ৩৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাকিব আল হাসান। একধাপ এগিয়ে এরপরের অবস্থানে রয়েছেন আরেক আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী।
তার উন্নতির ফলে একধাপ অবনমন হয়েছে কিউই ক্রিকেটার মিচেল সান্তারের। তাছাড়া তিন ধাপ অবনমনে তালিকার পঞ্চম অবস্থানে নেমে গেছেন পাকিস্তানে অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
আরও পড়ুনঃ এশিয়া কাপে মাশরাফির নজর কাড়লেন যারা