Scores

শীর্ষ উইকেট শিকারিদের তালিকায় স্থানীয়দের জয়জয়কার

চলছে বিপিএলের ষষ্ঠ আসর। ইতোমধ্যে শেষ হয়েছে আটটি ম্যাচ। প্রথম পর্বের এ ম্যাচগুলো শেষে শীর্ষ উইকেট শিকারিদের তালিকায় রাজত্ব স্থানীয় বোলারদের।

এখনো অবধি আসরে ৭ উইকেট শিকার করেছেন মাশরাফি বিন মুর্তজা।
এখনো অবধি আসরে ৭ উইকেট শিকার করেছেন মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশের কন্ডিশনে স্পিনাররা বরাবর বাড়তি সুবিধা পেলেও, এবার স্পিনারদের সাথে সমান পাল্লা দিয়ে লড়ছে পেসাররাও। এবারের বিপিএল আসরে এখনো অবধি সর্বাধিক উইকেট সংগ্রাহকের তকমাটিও রয়েছে পেসারদের দখলে।

১. ঢাকা পর্বের আট ম্যাচ শেষে সর্বাধিক ৭ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষ উইকেট শিকারি বোলার মাশরাফি বিন মুর্তজা ও রবি ফ্রাইলিঙ্ক। রংপুর রাইডার্সের অধিনায়ক ৩ ম্যাচ থেকে উইকেটগুলো নিজের ঝুলিতে জমা করলেও, তার চেয়ে এক ম্যাচ কম খেলেই ৭ উইকেট শিকার করেছেন প্রোটিয়া পেসার ফ্রাইলিঙ্ক। এক ইনিংসে দুজনেরই সর্বোচ্চ শিকারের সংখ্যা ৪টি।

২. তালিকার দ্বিতীয় অবস্থানেও রয়েছেন একজন পেসার। ৩ ম্যাচ থেকে ৫ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারি বোলারদের দুই নম্বর অবস্থানে রয়েছেন শফিউল ইসলাম। ওভারপ্রতি ৮.৬৯ হারে রান দিয়ে প্রতি ৯.৮ বলে আঘাত হেনে উইকেটগুলো শিকার করেছেন রংপুরের এ পেসার।

Also Read - ইনজুরিতে ছিটকে গেলেন আলী খান, ঝুঁকিতে ব্র্যাথওয়েটও


বিপিএল ২০১৯ আসরে ২ ম্যাচ থেকে ৪ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান।
বিপিএল ২০১৯ আসরে ২ ম্যাচ থেকে ৪ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান।

৩. তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন তিনজন বোলার। যার মধ্যে দুজন স্পিনার ও একজন পেসার। তিনজনের দখলেই রয়েছে ৪টি করে উইকেট। সাকিব আল হাসান, নাজমুল ইসলাম অপুর সাথে এ অবস্থানে নিজেকে তুলে এনেছেন পেসার তাসকিন আহমেদ। সাকিব ও তাসকিন দুই ম্যাচ থেকে উইকেটগুলো শিকার করলেও তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছেন অপু।

৪. আসরে এখনো পর্যন্ত ৩টি করে উইকেট শিকার করে শীর্ষ উইকেট শিকারি বোলারদের চতুর্থ অবস্থানে রয়েছেন মোট সাতজন বোলার। যার মধ্যে তিনজন স্পিনার ও চারজন পেসার। এ অবস্থানে থাকা বোলাররা হচ্ছেন- পল স্টার্লিং, ইসুরু উদানা, রুবেল হোসেন, নাঈম হাসান, মোহর শেখ, আরাফাত সানি ও ফরহাদ রেজা।

৫. নিজেদের নামের পাশে ২টি করে উইকেট জমা করে এ তালিকায় রয়েছেন মোট ১৬জন বোলার।


আরও পড়ুনঃ ইনজুরিতে ছিটকে গেলেন আলী খান, ঝুঁকিতে ব্র্যাথওয়েটও

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন


Related Articles

বাংলাদেশের হয়ে খেলতে চান বিশ্বকাপের নেট বোলার

এইচপি ক্যাম্পে ডাক পেলেন ইয়াসিন মিশু

সাইফউদ্দিনের শটে নেট বোলারের মাথা থেকে ঝরল রক্ত!

‘ভালো শুরু’ পেলে এবার বড় ইনিংসের প্রতিশ্রুতি তামিমের

সমালোচকরা নিজের জীবনে কী করেছেন— তামিমের প্রশ্ন