Scores

শুধু বাংলাদেশের সিরিজ নয়, পেছাচ্ছে এলপিএলও

কোয়ারেন্টিন জটিলতায় শুধু বাংলাদেশের সিরিজই নয়, লঙ্কান প্রিমিয়ার লিগও (এলপিএল) পেছাচ্ছে শ্রীলঙ্কায়। নভেম্বরের পরিবর্তে এলপিএলের প্রথম আসর আগামী জানুয়ারিতে শুরু হতে পারে বলে খবর প্রকাশ করেছে লঙ্কান গণমাধ্যম।

এলপিএলের নিলামে সাকিবসহ '৫' বাংলাদেশি
সাকিবসহ বিশ্বের নামীদামী তারকাদের নাম উঠবে এলপিএলের নিলামে। ফাইল ছবি

১ অক্টোবরের ড্রাফটে দল গোছানোর পর ১৪ নভেম্বর থেকে এলপিএল শুরুর কথা ছিল। কিন্তু শ্রীলঙ্কার সরকারি নিয়ম অনুযায়ী, দ্বীপদেশটিতে পা রাখলে ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। দুই সপ্তাহের কোয়ারেন্টিন পালনের বাধ্যবাধকতা থাকলে অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার এলপিএলে অংশ নিতে পারবেন না।


শ্রীলঙ্কা যদি ১৪ নভেম্বর থেকে এলপিএল শুরু করতে চায়, তাহলে খেলোয়াড়দের অক্টোবরের শেষদিকেই শ্রীলঙ্কায় পাড়ি জমাতে হবে। এলপিএল শুরুর মাত্র দিন-চারেক আগে শেষ হবে আইপিএল। পিএসএলের প্লে-অফ সমাপ্ত হবে ১৭ নভেম্বর। এলপিএল শেষ হওয়ার কথা ৬ ডিসেম্বর। আইপিএল ও পিএসএলের শেষ করে ক্রিকেটাররা লঙ্কায় পা রাখলেও কোয়ারেন্টিন শেষ করতে করতেই ইতি ঘটবে আসরের!

Also Read - না ফেরার দেশে কিংবদন্তি ডিন জোন্স


প্রভাব ফেলছে শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট সিরিজও। দুই বোর্ডের দীর্ঘমেয়াদী আলোচনায় পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের সফরসূচি। ফলে প্রায় পুরো নভেম্বরই চলে যেতে বাংলাদেশ দুই দেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে। সবকিছু মিলিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) তাড়াহুড়া না করে জানুয়ারিতেই এলপিএল আয়োজনের কথা ভাবছে।

আরও পড়ুন : শ্রীলঙ্কার এলপিএল আয়োজনের সামর্থ্য নিয়ে সন্দিহান পাপন

এর আগে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) আয়োজনে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ বা এসএলপিএল নামের একটি লিগ মাঠে গড়ালেও নানা বিতর্ক ও সমালোচনায় সেই টুর্নামেন্ট অব্যাহত থাকেনি। এবার তাই বেশ পরিবর্তন ও সংশোধন এনে নতুন করে টি-টোয়েন্টি লিগের দিকে ঝুঁকেছে শ্রীলঙ্কা। প্রথমে ২৮ আগস্ট শুরু করে ২০ সেপ্টেম্বর টুর্নামেন্টটি শেষ করার পরিকল্পনা করা হয়েছিল। দ্বিতীয় দফা সূচি চূড়ান্ত করলেও এবার বদলে যাচ্ছে সেই সূচিও। 

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

এলপিএল থেকে পাঁচ বিদেশির নাম প্রত্যাহার

তৃতীয় দফা পেছালো এলপিএলের নিলাম

নিলামের সূচিসহ আবারো পেছাল এলপিএল

এলপিএলের নিলামে সাকিবসহ ‘৫’ বাংলাদেশি

শ্রীলঙ্কার এলপিএল আয়োজনের সামর্থ্য নিয়ে সন্দিহান পাপন