SCORE

শুধু ভালো খেলা নিয়েই ভাবনা মাশরাফির

শুক্রবার ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশের বিদায়ী কোচ চন্ডিকা হাথুরুসিংহে বর্তমানে শ্রীলঙ্কার প্রধান কোচ। বাংলাদেশের কোচ হিসেবে দীর্ঘদিন কাজ করার ফলে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাপারে ভালোই জানা আছে তার। তাই শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইটা যে হবে হাথুরুসিংহের কৌশলের সাথেও।

শুধু ভালো খেলা নিয়েই ভাবনা মাশরাফির

তবে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এগুলো নিয়ে ভাবছেন না। তার মনে শুধু ম্যাচ জেতার কথা। মাঠে ভালো খেলার দিকেই মনোযোগ বাংলাদেশ দলনেতার।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা বলেন, “‘সত্যি কথা বলতে কি, এসব ম্যাটার করে না। মনের কোনে থাকে ম্যাচটা খেলতে হবে, জিততে হবে। এর বাইরে আর কোন কিছু ভাবার ও চিন্তা করার সুযোগই নাই।”

Also Read - শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ

হাথুরুসিংহে প্রতিপক্ষ দলের কোচ, তিনি টাইগারদের পরিকল্পনা সম্পর্কে ভালোই জানেন- এসব বিষয় চিন্তা করলে বাড়তি চাপ তৈরি হয় বলে মনে করেন অধিনায়ক। আর এ চাপ তিনি মোটেও নিতে চান না। তিনি বলেন, “চিন্তা করলে আল্টিমেটলি আরও বেশি চাপ আসে। আমার কাছে মনে হয় খেলার দিকেই সবার মনোযোগ থাকে। সেটাই আছে। আমাদের চিন্তা একটাই; আমরা যেন আরও ভালো খেলি। জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে খেলেছি সেভাবে খেলি। ওটা নিয়েই সবাই ভাবছে।’

মাঠে হাথুরুসিংহেকে চমকে দেওয়ার মতো কোনো পরিকল্পনাও নেই বলে জানালেন ম্যাশ। শ্রীলঙ্কার কোচ হাথুরুসিংহে বলে বাংলাদেশের খেলার কোনো পরিবর্তন হবে না বলে জানালেন মাশরাফি। সব সময়ের মতো শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে চান আত্মবিশ্বাস নিয়ে।

তিনি বলেন, ‘‘আলাদা করে চমক দেওয়ার কিছু নেই। যেটা হচ্ছে আমরা যেভাবে খেলতাম সেভাবেই খেলবো। হাথুরুসিংহে থাকতেও এখানে এসে বলতাম আমরা আত্মবিশ্বাস ও স্বাধীনতা নিয়ে ক্রিকেট খেলতে চাই।’’

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয় বাংলাদেশ। আট উইকেটের বড় জয় পায় টাইগাররা। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর বারোটায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

আরও পড়ুনঃ আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে ছন্দ হারানো শ্রীলঙ্কা

Related Articles

ত্রিদেশীয় সিরিজের আফসোস এখনও পোড়ায় মাশরাফিকে

টি-টোয়েন্টিতে ফিরতে চান সাকিব

‘মুশফিক প্রিয় ক্রিকেটার, রুবেল ভালো বন্ধু’

দায়টা কি শুধুই গামিনীর?

মাশরাফিকে জরিমানা