
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের শতক হাঁকিয়েছেন আলোচিত অলরাউন্ডার শুভাগত হোম। তার শতকের দিনে ইনিংসে ৭ উইকেট শিকারের কীর্তি গড়েছেন রাহাতুল ফেরদৌস জাভেদ।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে ঢাকা বিভাগ ও সিলেট বিভাগের মধ্যকার তৃতীয় দিনের খেলা। প্রথম ইনিংসে সিলেট বিভাগের করা ৩৭০ রানের জবাবে ঢাকা বিভাগ দ্বিতীয় দিন শেষ করেছিল ৬ উইকেটে ২৩৯ রান নিয়ে, শুভাগত অপরাজিত ছিলেন ৮৯ রান করে।
তৃতীয় দিন প্রথম সেশনেই শুভাগত কাঙ্ক্ষিত শতকের দেখা পেয়ে যান। ১৩৩ বলের মোকাবেলায় ১১৪ রান করে জাভেদের বলে বোল্ড হন তিনি। তার আগে হাঁকান ১৩টি চার ও ২টি ছক্কা।
যদিও শুভাগতর শতক সত্ত্বেও দল আহামরি ভালো করতে পারেনি। আর তাতে মূল কৃতিত্ব স্পিনার জাভেদের। দ্বিতীয় দিন ৩ উইকেট শিকার করে জাভেদ তৃতীয় দিন ঢাকার দ্বিতীয় ইনিংসের চারটি উইকেট একাই শিকার করেছেন। ২২.১ ওভার বল করে মেডেন ছিল ৩টি, ৭৫ রানের খরচায় শিকার করেন ৭ উইকেট।
৯০ রানের লিড নিয়ে সিলেট বিভাগ তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে। এই প্রতিবেদন লেখার সময় ১ উইকেট হারিয়ে ৩৭ রান জড়ো করেছে। এই মুহূর্তে সিলেট বিভাগের লিড ১২৭ রান।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট বিভাগ ১ম ইনিংস : ৩৭০/১০
ঢাকা বিভাগ ১ম ইনিংস : ২৮০/১০
শুভাগত ১১৪, সাইফ ৪২, জয়রাজ ৪১
জাভেদ ৭৫/৫, তানজিম সাকিব ৬৩/২
সিলেট বিভাগ ২য় ইনিংস : ৩৭/১
সায়েম ২৩*, অমিত ৮*