Scores

শুভেচ্ছা জানিয়ে আক্রমণের শিকার গম্ভীর, টুইটারে নিন্দার ঝড়

সারা বিশ্বেই করোনা ভাইরাসের কারনে সকল ধরনের খেলাধুলা আপাতত বন্ধ। আইসিসি তাদের বিভিন্ন বাছাইপর্বের খেলা আগামী জুন মাস পর্যন্ত বন্ধ রেখেছে। আইপিএল পিছিয়েছে অনির্দিষ্টকালের জন্য। নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডও তাদের এই সিজনের খেলা বাতিল করে দিয়েছে। খেলা শুরু হওয়া সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় ইংল্যান্ডেও।

শুভেচ্ছা জানিয়ে আক্রমণের শিকার গম্ভীর, টুইটারে নিন্দার ঝড়

লম্বা সময় ক্রিকেট ভক্তদের জন্য থাকছেনা কোনো আন্তর্জাতিক ম্যাচ থাকছেনা। তবে ভক্তদের জন্য এই নিরুত্তাপ সময়েও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আলোচনার ঝড় তুলেছেন সাবেক ভারতীয় খেলোয়াড়।

Also Read - বল টেম্পারিংকে বৈধতা : মুখ খুললেন ওয়ার্নার


৩০ই এপ্রিল ভারতের তারকা খেলোয়াড় রোহিত শর্মার জন্মদিন। শুধু ভারতেরই নয় রোহিত বর্তমানে ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সেরা একজন খেলোয়াড় বললে ভুল হবেনা। রোহিত শর্মা গত বছর বিশ্বকাপে এক আসরে ৫টি শতক করেন। ভারত বিশ্বকাপ না জিতলেও তার জন্য আসরটি স্মরণীয় হয়ে থাকবে বলার অপেক্ষা নেই। তবে রোহিতের জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েই বাধলো বিপত্তি।

জন্মদিনে শুভেচ্ছা জানাবে সবাই এটাই স্বাভাবিক। রোহিতের জন্মদিনে বাকি সবার মতোই ভারতের সাবেক খেলোয়াড় গৌতম গম্ভীরও শুভেচ্ছা জানান। তবে এই শুভেচ্ছা জানানো নিয়েই বাধে সমস্যা। গৌতমের শুভেচ্ছা জানানোর পর শুরু হয় নিন্দার ঝড়। বিরাট কোহলির ভক্তদের থেকেই শুরু হয় এই আক্রমণ। তবে কি ছিলো গম্ভীরের সেই টুইটে? দেখে নিন গম্ভীরের টুইটটি।

জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে গম্ভীর বলেন, ” শুভ জন্মদিন রোহিত শর্মা। বর্তমানে সাদা বলের ক্রিকেটের বিশ্বের সেরা খেলোয়াড়, তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা “। টুইটের “সাদা বলের সেরা খেলোয়াড় ” কথা নিয়েই উঠে মূল বিতর্ক। তার এই টুইটের পরে তার উপর দিয়ে বাজে সমালোচনা ও নিন্দার ঝড় বয়ে যায়।

বিরাট কোহলি ভক্তদের দাবি গম্ভীর কোহলির প্রতি হিংসা থেকে এমন টুইট করেছেন। শুধু কোহলি ভক্ত নন বিশ্বজুড়ে অনেক নিরপেক্ষ ক্রিকেট প্রেমীদের কাছেই হয়তো বিরাট কোহলি বর্তমানে সাদা বলের সেরা খেলোয়াড়। তাই তাকে না বলে রোহিত শর্মাকে সেরা খেলোয়াড় ঘোষণা দেওয়ায় অনেকের ক্ষিপ্ত হওয়াটাই হয়তো স্বাভাবিক। গৌতম গম্ভীরের সাথে বিরাট কোহলির দ্বন্দ্বের কথা কারো অজানা নয়।

আইপিএল থেকে শুরু হওয়া এই দ্বন্দ্ব গৌতমের অবসরের পরও বজায় রয়েছে। ধারাভাষ্যে ও এর বাইরেও অনেক সময় গম্ভীরকে অধিনায়ক কোহলির সমালোচনা করতে দেখা গিয়েছে। এখন কোহলিকে রেখে রোহিতকে সাদা বলের সেরা খেলোয়াড় বলাটা সেই দ্বন্দ্বের কথাই আবারো মনে করিয়ে দেয়। অবশ্য কেউ কেউ গম্ভীরকে সমর্থনও করেছেন।

দেখে নিন এই নিয়ে উল্লেখযোগ্য কিছু টুইট

https://twitter.com/FourOverthrows/status/1255794824290033664?s=19

Related Articles

রোহিত-গম্ভীরদের ছাপিয়ে শীর্ষে দেবদূত

ধোনির তুমুল সমালোচনায় গম্ভীর

গম্ভীরের ক্যারিয়ার শেষ করে দেন মোহাম্মদ ইরফান!

কোহলির ‘সবচেয়ে সেরা’ ইনিংসটির সাথে জড়িয়ে ঢাকার নাম

স্টোকসের ‘পাশে বসানোর মতো’ কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না!