শুরুতেই আউট মুমিনুল, ভালো শুরুর ইঙ্গিত লিটনের
বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে নাজমুল একাদশের ছুঁড়ে দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করছে মাহমুদউল্লাহ একাদশ। যদিও ওপেনিংয়ে নেমে শুরুতেই সাজঘরে ফিরেছেন মুমিনুল হক।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ ওভারের শেষ বলে দলীয় ১৮ রানে মুমিনুলকে হারায় মাহমুদউল্লাহ একাদশ। ১২ বলে ৪ রান করা মুমিনুল আল আমিন হোসেনের বলে নাসুম আহমেদের হাতে ক্যাচ তুলে দেন। তবে মুমিনুলকে হারালেও নতুন ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়কে নিয়ে দেখেশুনে খেলছেন ওপেনার লিটন দাস।
Also Read - নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন সাকিবএই প্রতিবেদন লেখার সময় ৬.৩ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ২৭ রান জড়ো করেছে মাহমুদউল্লাহ একাদশ। লিটন ১৮ বলে ১৯ ও জয় ১০ বলে ৫ রান করে ক্রিজে রয়েছেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নাজমুল একাদশ। দলীয় ৪ রানেই সাইফ হাসানকে সাজঘরে ফেরান রুবেল হোসেন। এরপর সুমন খানের বোলিং তোপে একে একে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি আফিফ হোসেন ধ্রুবও।
তবে তৌহিদ হৃদয়কে প্রতিরোধের চেষ্টা করেন ফর্মে থাকা ইরফান শুক্কুর। হৃদয় সাজঘরে ফিরলে দলের বাকি ব্যাটসম্যানরাও ব্যস্ত ছিলেন যাওয়া-আসায়। তবে শেষপর্যন্ত লড়াই করে গেছেন শুক্কুর। শেষপর্যন্ত তার ইনিংসে ভর করে ১৭৩ রানের পুঁজি জড়ো করে নাজমুল একাদশ। ৭৭ বলের মোকাবেলায় দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন শুক্কুর।
এছাড়া শান্ত ৩২ ও হৃদয় ২৬ রান করেন। মাহমুদউল্লাহ একাদশের পক্ষে সুমন খান পাঁচটি, রুবেল হোসেন দুটি এবং মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ একটি করে উইকেট শিকার করেন।
স্কোরকার্ড
টস : মাহমুদউল্লাহ একাদশ
নাজমুল একাদশ : ১৭৩/১০ (৪৭.১ ওভার)
সাইফ ৪ (৫), সৌম্য ৫ (১১), শান্ত ৩২ (৫৭), মুশফিক ১২ (৩৭), আফিফ ০ (২), হৃদয় ২৬ (৫৩), শুক্কুর ৭৫ (৭৭), নাঈম ৭ (১৮), নাসুম ৩ (১৫), তাসকিন ১ (৬), আল আমিন ২* (১)
রুবেল ৮-২-২৭-২, সুমন ১০-০-৩৮-৫, এবাদত ৮.১-১৮-১, মিরাজ ৯-০-৩৯-১, বিপ্লব ৫-০-২১-০, মাহমুদউল্লাহ ৭-০-২৮-১
জয়ের জন্য মাহমুদউল্লাহ একাদশের প্রয়োজন ১৭৪ রান।
বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল ম্যাচ সরাসরি দেখুন-
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।