Scores

শুরুতে উইকেট হারানো ঠেকাতে চায় বাংলাদেশ

প্রথম টি-২০ ম্যাচে উইন্ডিজের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। না ব্যাট হাতে, না বল হাতে। দ্বিতীয় টি-২০ ম্যাচকে সামনে রেখে সিরিজ হার এড়াতে মরিয়া বাংলাদেশ শুরুতে উইকেট হারানোর প্রবণতা থেকে বের হয়ে আসতে চায়।

শুরুতে উইকেট হারানো ঠেকাতে চায় বাংলাদেশ তামিম সৌম্য

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বুধবার (১৯ ডিসেম্বর) সংবাদমাধ্যমের সামনে আসা সৌম্য সরকার এমনটাই জানান।

তিনি জানান, বৃহস্পতিবারের ম্যাচে তাদের প্রথম লক্ষ্য উইকেট না হারানো। পাওয়ার প্লেটে মারকুটে হয়ে খেলতে গেলে উইকেট হারানো অস্বাভাবিক নয়। তবে উইকেট হারালেও যেন একটির বেশি উইকেট হারাতে না হয়।

Also Read - স্মিথের বিপিএলে খেলা নিয়ে সিদ্ধান্ত শীঘ্রই


সৌম্য বলেন, প্রথম এবং প্রধান কাজ হবে শুরুতে যতটা সম্ভব কম উইকেট দেয়া, পাওয়ার প্লেতে একটার বেশি উইকেট না খোয়ানো।’

প্রথম ম্যাচে শুরুতে দ্রুত উইকেট না হারালে বাংলাদেশের সংগ্রহ বড় হতে পারতো- এমনটি উল্লেখ করে সৌম্য বলেন, আমরা আগের ম্যাচে তিন-চার ওভারের মধ্যেই ৩ উইকেট খুইয়ে ফেলি, সেখান থেকে আসলে ঘুরে দাঁড়ানো কঠিনপ্রথম পাওয়ার প্লের ছয় ওভারে যদি একটির বেশি উইকেট না হারাতাম, তাহলে হয়তো স্কোরটা আরও লম্বা হতো।’

তিনি বলেন, কালকের ম্যাচে সেদিকে বিশেষ নজর থাকবে আমাদের, যাতে শুরুতেই বেশি উইকেট পড়ে না যায়।’

এই বছর সফরকারী হিসেবেও উইন্ডিজের কাছে প্রথম ম্যাচ হেরেছিল বাংলাদেশ। তবে ফ্লোরিডায় পরের দুই ম্যাচ জিতে সিরিজ জয়ী হয়েছিল টাইগাররাই। এবারও এমন কিছুর অপেক্ষাতেই সৌম্য, চ্যালেঞ্জ নিতে সবসময়ই প্রস্তুতএকটা ম্যাচ পিছিয়ে আছি আমরাচেস্টা করবো পরের ম্যাচ থেকে স্ট্রংলি কামব্যাক করার জন্য।’

তিনি বলেন, শেষ সিরিজেও ওয়েস্ট ইন্ডিজে গিয়ে প্রথম ম্যাচটা হেরেছিলামপরবর্তী দুটো ম্যাচে ভালভাবে কামব্যাক করেছিএবারও লক্ষ্য সেটাই থাকবে যে প্রথম ম্যাচে যে ভুলগুলো করেছি বা শুরুতেই কিছু উইকেট চলে গিয়েছিলো ঐটা যেন না হয়এটা কাটিয়ে উঠতে পারলে শেষের দিকে ভালো হবে।’

আরও পড়ুন: স্মিথের বিপিএলে খেলা নিয়ে সিদ্ধান্ত শীঘ্রই

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

‘চার দিনের টেস্ট হলে সেটা টেস্টই নয়’

আফ্রিদির কাঠগড়ায় নরেন্দ্র মোদি

মাশরাফি-তামিমকে ছাড়াই সিলেট গেল টাইগাররা

টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড ঘোষণা

সালমা-জাহানারাদের স্বপ্ন ভঙ্গ