Scores

শুরুর আগেই থেমে গেল এলপিএল

মাঠে গড়ানোর আগেই থেমে যেতে হল শ্রীলঙ্কার নতুন টি-টোয়েন্টি লিগ লঙ্কান প্রিমিয়ার লিগকে (এলপিএল)। করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে লিগটি স্থগিত করা হয়েছে।

২৮ আগস্ট শুরু এলপিএল, ড্রাফটে '৭০' বিদেশি ক্রিকেটার
লাসিথ মালিঙ্গাদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অপেক্ষা দীর্ঘায়িত হল। ফাইল ছবি

টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে বিস্তর পরিকল্পনা করেও মঙ্গলবার (১১ আগস্ট) এলপিএল স্থগিত ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। অন্যান্য বেশিরভাগ দেশের মত শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি এত নাজুক নয়। কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশি ক্রিকেটাররা লিগ খেলতে এলে বাড়বে করোনার সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি।

Also Read - আইপিএলের টাইটেল স্পন্সরের দৌড়ে রামদেবের পতঞ্জলি


এই ঝুঁকির কথা বিবেচনা করেই এসএলসি এলপিএল আয়োজনের ভাবনা থেকে সরে এসেছে বলে জানিয়েছেন সংস্থাটির সভাপতি শাম্মি সিলভা।

তিনি আরও বলেন, ‘আমরা স্বাস্থ্য বিভাগের সাথে আলোচনা করেছি। তারা বলেছেন, বিদেশ থেকে যারাই আসবে তাদের জন্য ১৪ দিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক। সেক্ষেত্রে আগস্টের শেষদিকেও টুর্নামেন্ট শুরু করা কঠিন হয়ে উঠবে।’

তবে এলপিএলের পরিকল্পনা থেকে পুরোপুরি সরে আসেনি এসএলসি। এসএলসি প্রধান জানিয়েছেন, আইপিএল শেষ হওয়ার পর নভেম্বরে টুর্নামেন্টটি শুরু করতে আগ্রহী তারা।

এর আগে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ বা এসএলপিএল নামের একটি টি-টোয়েন্টি লিগ মাঠে গড়ালেও নানা কারণে সেই টুর্নামেন্ট মাঠে থাকতে পারেনি। এবার বেশ পরিবর্তন ও সংশোধন এনে নতুন করে টি-টোয়েন্টি লিগের দিকে ঝুঁকেছিল শ্রীলঙ্কা। ২৮ আগস্ট শুরু হয়ে ২০ সেপ্টেম্বর টুর্নামেন্টটি শেষ হওয়ার কথা ছিল। ড্রাফটের জন্য বাছাই করা হয়েছিল দেশ-বিদেশের নামীদামী তারকা ক্রিকেটারদের। এলপিএল মাঠে না থাকায় শ্রীলঙ্কান ক্রিকেটাররা এখন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্যই প্রস্তুত হবেন।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

এলপিএলের নিলামে সাকিবসহ ‘৫’ বাংলাদেশি

শ্রীলঙ্কার এলপিএল আয়োজনের সামর্থ্য নিয়ে সন্দিহান পাপন

প্রস্তাব পেলে এলপিএলে সাকিবদের এনওসি নিয়ে ভাববে বিসিবি

এলপিএল নিলামের দিনক্ষণ চূড়ান্ত, ড্রাফটে আছেন সাকিব

এলপিএলের সময়সূচি চূড়ান্ত করল শ্রীলঙ্কা