Scores

শেবাগের চাওয়া— কোহলিদের দল নির্বাচন করবেন কুম্বলে

সাবেক কিংবদন্তী স্পিনার অনিল কুম্বলে ভারতের কোচ হিসেবে স্বস্তিকর অভিজ্ঞতা পাননি। বিরাট কোহলিদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে সম্মান হারিয়ে নেমে যেতে হয়েছিল কোচের পদ থেকে। তবে এবার তাকে প্রধান নির্বাচক হিসেবে দেখতে চাইছেন আরেক সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ।

শেবাগের চাওয়া— কোহলিদের দল নির্বাচন করবেন কুম্বলে

ভারতের সাবেক এই ওপেনার মনে করেন, দল বাছাইয়ের মত গুরুত্বপূর্ণ কাজে অনিল কুম্বলের মত অভিজ্ঞ, দক্ষ ও দায়িত্বশীল কাউকে দায়িত্ব দেওয়া উচিৎ। বর্তমানে ভারতের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন এমএসকে প্রসাদ, যিনি বিশ্বকাপ দল বাছাইকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে বেশ বিতর্কিত হয়েছেন।

Also Read - সরাসরি দেখা যাবে নারী দলের বিশ্বকাপ-বাছাই ম্যাচগুলো


কুম্বলের অভিজ্ঞতাই তাকে ভারতের প্রধান নির্বাচক পদে রাখার যোগ্যতা এনে দিচ্ছে- এমনটি দাবি করে শেবাগের ভাষ্য, ‘অনিল কুম্বলেকেই আমি প্রধান নির্বাচক পদের যোগ্য ব্যক্তি মনে করছি। তিনি শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়ের মত ক্রিকেটারের সাথে খেলেছেন। এছাড়া বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনির মত ক্রিকেটারদের কোচিং করিয়েছেন (জাতীয় দলের প্রধান কোচ হিসেবে)।’

ভারতের প্রধান নির্বাচক পদে থাকা ব্যক্তি বোর্ড থেকে বছরে এক কোটি রুপি পারিশ্রমিক পান। শেবাগ মনে করেন, কুম্বলের মত অভিজ্ঞ ও হেভিওয়েট প্রার্থীর জন্য এই পারিশ্রমিক বেশ অল্প। তিনি বলেন, ‘প্রধান নির্বাচক পদের পারিশ্রমিক বিচারে কুম্বলের মত কেউ এই পদ নিতে চাইবেন কি না তা ভাববার বিষয়। কুম্বলেকে প্রধান নির্বাচক হিসেবে পেতে চাইলে অবশ্যই পারিশ্রমিক বাড়াতে হবে।’

কুম্বলেকে ফের ভারত জাতীয় দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যাবে কি না সেই প্রশ্নের উত্তর আপাতত সময়ের হাতে। তবে সাম্প্রতিক বিতর্ক, দলের চাহিদা- সবকিছু মিলিয়ে শেবাগ নিজের অভিমত ব্যক্ত করে যেন একটি বিশেষ বার্তাই জানিয়ে রাখলেন বিসিসিআইকে!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

গেইলের না খেলার কারণ জানালেন কুম্বলে

ক্রিকেটে ‘৫’ পরিবর্তনের অনুমোদন দিল আইসিসি

‘চার দিনের টেস্ট হলে সেটা টেস্টই নয়’

পাঞ্জাবের নতুন কোচ অনিল কুম্বলে

পিটারসেন ও কুম্বলের চোখে সেমিফাইনাল খেলবে যারা