Scores

শেষবারের মত মাকে দেখা হল না

জাতীয় দলে ডাক পাওয়া নির্দ্বিধায় একজন ক্রিকেটারের জন্য সবচেয়ে আনন্দের বিষয়। সেই আনন্দে বুঁদ থাকা অবস্থায়ই জীবনের সবচেয়ে কষ্টের সংবাদ পেতে হয়েছে পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ্‌কে। ১৬ বছর বয়সী এই পেসার হারিয়েছেন মাকে!

শেষবারের মত মাকে দেখা হল না

নাসিম মায়ের মৃত্যুর সংবাদ পান অস্ট্রেলিয়ায় বসে। তখন তার দল অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে খেলছে প্রস্তুতি ম্যাচ। নাসিম এখনো কৈশোরও পার করেননি। মায়ের মৃত্যুতে মুষড়ে পড়েছিলেন স্বভাবতই।

Also Read - অধিনায়কেরই তো অভিজ্ঞতা নেই!


তবে সেই শোক সামলে অস্ট্রেলিয়াতেই থেকে গেছেন। মায়ের মৃত্যুর খবর শোনার পর বাড়ির পথে রওয়ানা হলেও এত দূর থেকে মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতায় উপস্থিত হতে পারতেন না। মাকে তাই শেষ দেখার সুযোগ ছিল না। নিষ্ঠুর বাস্তবতা মেনে পেশাদারিত্বকে বরণ করে নিয়ে অস্ট্রেলিয়ায়ই থেকে যান নাসিম।

তবে শোকে বিহ্বল হয়ে পড়েছেন এই ক্রিকেটার। অভিষেক টেস্ট খেলার অপেক্ষায় থাকা নাসিম অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে পাকিস্তানের তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন বোলিং করেননি, করেননি ব্যাটিংও।


আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ। ১৬ বছর বয়সী গতিময় বোলার নাসিমের প্রথম ম্যাচেই অভিষেক হয়ে যেতে পারে।

একনজরে পাকিস্তানের টেস্ট স্কোয়াড: আজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, আসাদ শফিক, বাবর আজম, হারিস সোহাইল, ইমাম উল হক, ইমরান খান, ইফতিখার আহমেদ, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুসা খান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, ইয়াসির শাহ।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

পর্ব ৩ : আ’ত্মহত্যায় চিরবিদায় নেওয়া ক্রিকেটাররা

পর্ব ৩ : গিনেজ বিশ্বরেকর্ড সম্ভারে ক্রিকেট

ভারত ও অস্ট্রেলিয়ার দুই স্পিনারকে অনুসরণ করেন মিরাজ

পর্ব ২ : আ’ত্মহত্যায় চিরবিদায় নেওয়া ক্রিকেটাররা

বিশ্বকাপ না হলে অবশ্যই আইপিএল খেলতে চান ওয়ার্নার