শেষ ম্যাচে সান্ত্বনার জয়ে ধবলধোলাই এড়াল পাকিস্তান
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ হারল পাকিস্তান।

প্রকাশিত হয়েছে - 2024-01-21T10:33:07+06:00
আপডেট হয়েছে - 2024-01-21T10:33:54+06:00
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে এসে অবশেষে জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। আগে ব্যাট করে পাকিস্তান সংগ্রহ করে ১৩৪ রান। তারপর নিউজিল্যান্ডকে তারা অলআউট করে দিয়েছে মাত্র ৯২ রানে। ফলে ৪২ রানের জয় পেয়েছে পাকিস্তান।
ক্রাইস্টচার্চে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু রানের খাতা খোলার আগেই অভিষিক্ত হাসিবউল্লাহ খান আউট হয়ে যান টিম সাউদির বলে। দ্বিতীয় উইকেটে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ৫৩ রানের জুটি গড়লেও তা ছিল অত্যন্ত ধীরগতির। ৫৬ বলের এই কচ্ছপগতির জুটি ভাঙে বাবর আউট হলে। ২৪ বলে মাত্র ১৩ রান করে বাবর আউট হন সোধির বলে।
তৃতীয় উইকেটে ১৯ বলে ৩৫ রানের জুটি গড়েন রিজওয়ান ও ফখর জামান। ফখরের ক্যামিও ইনিংসের সমাপ্তি ঘটিয়ে এই জুটিও ভাঙেন সাউদি। ফখর আউট হন ১৬ বলে ৩৩ রান করে। ফখরের ব্যাট থেকে আসে একটি চার ও চারটি ছক্কা। তারপর মোহাম্মদ নওয়াজ দ্রুতই বিদায় নেন। তাকেও শিকার করেন সোধি। ইফতিখার আহমেদও দ্রুতই সাজঘরে ফিরে যান লকি ফার্গুসনের শিকার হয়ে।
তারপর শাহিবজাদা ফারহান করেন ১৪ বলে ১৯ রান। একটি করে চার ও ছক্কা হাঁকিয়ে তিনিও ফার্গুসনের বলে আউট হন। আব্বাস আফ্রিদি করেন ৬ বলে ১৪ রান। অপরাজেয় এই ইনিংসে দুইটি ছক্কা হাঁকান তিনি।
ফলে পাকিস্তান সংগ্রহ করে ৮ উইকেটে ১৩৪ রান। নিউজিল্যান্ডের পক্ষে দুইটি করে উইকেটে নেন সাউদি, সোধি, ফার্গুসন ও ম্যাট হেনরি।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১০ বলে ১২ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্রকে শিকার করেন নওয়াজ। ৩০ রানে ফিন অ্যালেনকে শিকার করে নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন ঘটান জামান খান। ৫৩ রানের মাথায় আবার উইল ইয়ংকে শিকার করেন নওয়াজ। ৫৪ রানে রান-আউট হন মার্ক চ্যাপম্যান। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড।
তাসের ঘরের মতোই ভেঙে পড়ে নিউজিল্যান্ডের মিডল অর্ডার ও লোয়ার অর্ডার। ৬৪ রানে পঞ্চম উইকেট হারানোর পর ৯২ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের পক্ষে দুই অঙ্ক স্পর্শ করেন কেবল চার ব্যাটার। অ্যালেন ১৯ বলে ২২ রান, টিম সেইফার্ট ৩০ বলে ১৯ রান, ইয়ং ১১ বলে ১২ রান ও গ্লেন ফিলিপস ২২ বলে ২৬ রান করেন।
নিউজিল্যান্ড ৯২ রানে অলআউট হলে পাকিস্তান ম্যাচ জিতে যায় ৪২ রানের ব্যবধানে। তবে তার আগেই সিরিজের প্রথম চার ম্যাচ হেরে সিরিজই হেরে বসেছে সফরকারীরা।
পাকিস্তানের পক্ষে ইফতিখার আহমেদ চার ওভারে ২৪ রানে তিন উইকেট শিকার করেন। দুইটি করে উইকেট নেন শাহীন আফ্রিদি ও নওয়াজ। একটি করে উইকেট পান জামান খান ও উসামা মীর।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।