শোয়েবকে শুভকামনা জানালেন সানিয়া
কয়েক মাস আগে ডিভোর্স হয়েছে জানিয়েছেন সানিয়া মির্জা।

প্রকাশিত হয়েছে - 2024-01-21T19:27:04+06:00
আপডেট হয়েছে - 2024-01-21T19:27:04+06:00
বিপিএল খেলতে এসেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। তবে মাঠের খেলার আগে বিয়ে নিয়ে আলোচনায় মালিক। সেটাও ইনস্টাগ্রাম পোস্টের নতুন বিয়ের ঘোষণা দিয়ে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ছবি : স্ত্রী সানা জাভেদের সাথে শোয়েব মালিক
টেলিভিশন অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের সাজে একটি ছবি দিয়ে পোস্টে মালিক লেখেন, “আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।” অর্থাৎ তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
তবে এই পোস্ট প্রশ্নের সৃষ্টি করেছে সানিয়া মির্জার সঙ্গে তার বিচ্ছেদ হয়েছিল কি না। এই প্রশ্নের আংশিক উত্তর পাওয়া গিয়েছিল গতকাল। মালিক সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করার ঘোষণা দেওয়ার পর সানিয়ার পরিবারের পক্ষে থেকে জানানো হয়েছিল-একতরফাভাবে ডিভোর্সের অধিকার বিয়ের সময়ই দেওয়া হয়েছিল সানিয়াকে!
অবশেষে শোয়েবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুলেছেন সানিয়ার পরিবারের পক্ষ থেকে। সানিয়ার ছোট বোন আনাম মির্জা ইনস্টাগ্রামে আজ একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি নিশ্চিত করেছেন, কয়েক মাস আগেই সানিয়া ও শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে।
সানিয়ার পরিবার ও টিম সানিয়ার নামে দেওয়া সেই বিবৃতিতে লেখা হয়েছে, “সানিয়া সব সময়ই তার ব্যক্তিগত জীবন জনসাধারণের আড়ালে রেখেছেন। যাই হোক, আজ এটা জানানো দরকার যে শোয়েব আর তার বিবাহবিচ্ছেদ কয়েক মাস আগেই হয়ে গিয়েছে। সে শোয়েবের নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে।”
বিবৃতিতে এরপর সানিয়ার ভক্ত-সমর্থকদের কাছে একটি অনুরোধও করা হয়েছে, “তার (সানিয়া) জীবনের এই স্পর্শকাতর সময়ে আমরা চাইব, সানিয়ার গোপনীয়তার স্বার্থে যেকোনো জল্পনা থেকে যেন সবাই বিরত থাকে।”
২০১০ সালে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। ভারতের টেনিস তারকাকে বিয়ের সময় আরেকটি গুঞ্জন সামনে এসেছিল যে এর আগেও একটি বিয়ে ছিল মালিকের।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।