Scores

শোয়েব আখতারই ধোনির দেখা সবচেয়ে দ্রুতগতির বোলার

ধোনির দেখা দ্রুতগতির বোলার পাকিস্তানের শোয়েব আখতার
শোয়েব আখতারই ধোনির দেখা সবচেয়ে দ্রুতগতির বোলার
নিজের ক্রিকেট ক্যারিয়ারে বহু বোলারকে তুলোধুনো করেছেন তিনি। অনেক বোলারের রাতের ঘুম কেড়েছেন। ব্রেট লি, ডেল স্টেইন, লাসিথ মালিঙ্গা ও গ্লেন ম্যাকগ্রার মতো দুর্দান্ত বোলারদের মোকাবেলা করেছেন মহেন্দ্র সিং ধোনি। তবে ভারতের সাবেক অধিনায়কের কাছে সবচেয়ে বিপজ্জনক বোলার এরা কেউ নন। মাহি সেরা হিসেবে বেছে নিয়েছেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতারকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ধোনি বলেছেন, ‘সকল ফাস্ট বোলারকে মোকাবেলা করাই কঠিন। যেহেতু আমার টেকনিক সীমিত তাই পেসারদের মোকাবেলা করা আমার জন্য কঠিনই ছিল। যদি এমন একজন বোলারের নাম জিজ্ঞেস করা হয় আমাকে, আমার সোজা উত্তর হবে শোয়েব আখতার।’’

শোয়েব আখতারকে কেন বেছে নেবেন তার কারণও ব্যাখ্যা করেছেন মাহি, ‘কারণটা একেবারেই সহজ। সে ছিল দ্রুতগতির, তার পেস ছিল দুর্দান্ত, সে ইয়র্কার দিতে পারবো, সে বাউন্সি দিতে পারতো। কিন্তু আপনি কখনোই তার কাছ থেকে বিমার আশা করতে পারেন না। সে অনেকটাই আনপ্রেডিক্টেবল ছিল। তার বিপক্ষে খেলাটা মজার ছিল।’

Also Read - বোর্ডের সাথে চলমান দ্বন্দ্বে ক্রিকেটারদের পক্ষ নিলেন গিলক্রিস্ট


পাকিস্তানের বিপক্ষে ৩২টি ওয়ানডে খেলে ৫৮.৩৮ গড়ে ১২২৬ রান করেছেন ধোনি। ২টি সেঞ্চুরির পাশাপাশি ৯টি হাফসেঞ্চুরি করেন তিনি। ২০০৬ সালে ধোনির প্রথম বিদেশ সফর ছিল পাকিস্তানে। সেখানে শোয়েবের সঙ্গে তার দ্বৈরথ গোটা সিরিজেরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল। পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে মাত্র ৩ রান করে আউট হলেও পরের ম্যাচে ফয়সলাবাদে ধোনি ১৪৬ রান করেন। সেই ইনিংসে ধোনি সব থেকে বেশি নির্দয় ছিলেন শোয়েব আখতারের ওপর।

  • মাকসুদুল হক, প্রতিবেদক, বিডিক্রিকটাইম।
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

ভারতের বিপক্ষে স্মিথ, লক্ষ্মণের ‘ড্রিম এলেভেনে’ সাকিব-তামিম

উইন্ডিজের বিপক্ষে ভারতের ওয়ানডে দলে একাধিক চমক

এশিয়া কাপ শেষ পান্ডিয়া, প্যাটেল ও শারদুলের

ওয়ানডে স্ট্যাটাস পাবে এশিয়া কাপের সব ম্যাচ

এশিয়া কাপে ভারত, পাকিস্তানের প্রতিপক্ষ হংকং