
অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে এ সপ্তাহে শুরু হবে লিজেন্ডস লিগ। এতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশসহ বেশ কিছু দলের প্রাক্তন ক্রিকেটাররা অংশ নেবেন। বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

লিজেন্ডস ক্রিকেট লিগ বা এলসিএলে অংশ নেবে মোট তিনটি দল। একটি দলে খেলবেন ভারতের ক্রিকেটাররা, একটি দলে ভারত ব্যতীত এশিয়ার অন্য দলগুলোর ক্রিকেটাররা এবং আরেকটি দলে বাকি দেশগুলোর ক্রিকেটাররা খেলবেন।
পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটারদের নিয়ে এশিয়া লায়ন্স দল গঠন করা হয়েছে। প্রথমে এই দলে বাংলাদেশের কেউ না থাকলেও শেষমুহুর্তে দলে নেওয়া হয়েছে বাশারকে।
বাশার ছাড়াও এশিয়া লায়ন্সে আছেন শোয়েব আখতার, শহীদ আফ্রিদি, সনাথ জয়াসুরিয়া, মুত্তিয়া মুরালিধরনের মত কিংবদন্তিরা। ওয়ার্ল্ড জায়ান্টসে দেখা যাবে কেভিন পিটারসেন, জন্টি রোডস, ব্রেট লি, ড্যানিয়েল ভেট্টোরির মত কিংবদন্তিদের। এছাড়া ভারত মহারাজাস দলে বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং, হরভজন সিংয়ের মত মাঠ কাঁপানো প্রাক্তন ক্রিকেটারদের দেখা যাবে।
Cricket’s Greatest Of All Time (G.O.A.T.s) are coming together for the greatest match series of all. #GameOfGOATs
Fans will finally know which of them together make the world’s best.
4 days to go for Howzat Legends League Cricket!!!#LegendsLeagueCricket #LLCT20#CricketT20 pic.twitter.com/nHyL3cRerU
— Legends League Cricket (@llct20) January 16, 2022
২০ জানুয়ারি শুরু হয়ে লিজেন্ডস লিগের পর্দা নামবে ২৯ জানুয়ারি, ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে।
একনজরে টুর্নামেন্টের সূচি
২০ জানুয়ারি – ভারত মহারাজাস বনাম এশিয়া লায়ন্স
২১ জানুয়ারি – ওয়ার্ল্ড জায়ান্টস বনাম এশিয়া লায়ন্স
২২ জানুয়ারি – ওয়ার্ল্ড জায়ান্টস বনাম ভারত মহারাজাস
২৪ জানুয়ারি – এশিয়া লায়ন্স বনাম ভারত মহারাজাস
২৬ জানুয়ারি – ভারত মহারাজাস বনাম ওয়ার্ল্ড জায়ান্টস
২৭ জানুয়ারি – এশিয়া লায়ন্স বনাম ওয়ার্ল্ড জায়ান্টস
২৯ জানুয়ারি – ফাইনাল
একনজরে তিন দলের স্কোয়াড
ভারত মহারাজাস
বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং, হরভজন সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, সঞ্জয় বাঙ্গার, আরপি সিং, প্রজ্ঞান ওঝা, সুব্রামানিয়াম বদ্রিনাথ, নোমান ওঝা, মুনাফ প্যাটেল, মনপ্রীত গনি, নয়ন মঙ্গিয়া, হেমাঙ্গ বাদানি, ভেনুগোপাল রাও, মোহাম্মদ কাইফ, স্টুয়ার্ট বিনি।
এশিয়া লায়ন্স
শোয়েব আখতার, শহীদ আফ্রিদি, সনাথ জয়াসুরিয়া, মুত্তিয়া মুরালিধরন, চামিন্দা ভাস, রমেশ কালুভিথারানা, তিলাকারত্নে দিলশান, হাবিবুল বাশার, অজন্তা মেন্ডিস, আজহার মাহমুদ, উপুল থারাঙ্গা, মিসবাহ-উল-হক, মোহম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ ইউসুফ, উমর গুল, ইউনিস খান, দিলহারা ফার্নান্দো ও আসগর আফগান।
ওয়ার্ল্ড জায়ান্টস
কেভিন পিটারসেন, জন্টি রোডস, ব্রেট লি, ড্যারেন স্যামি, হার্শেল গিবস, ইমরান তাহির, ড্যানিয়েল ভেট্টোরি, কোরি অ্যান্ডারসন, মরনে মরকেল, ব্র্যাড হাডিন, কেভিন ও’ব্রায়েন, ব্রেন্ডন টেলর, মন্টি পানেসার, অ্যালবি মরকেল ও ওয়াইজ শাহ।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন। বিডিক্রিকটাইমের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।