Scores

শ্বাসরুদ্ধকর ম্যাচে সিলেটের বিজয়ের মুহূর্ত

বিপিএল টি-টোয়েন্টির ষষ্ঠ আসরের নিজেদের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৫ রানে হারিয়েছে সিলেট সিক্সার্স। সিলেটের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৯ রান করেন সিক্সার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৫২ করেন নিকোলাস পুরান এবং বল হাতে চার উইকেট পেয়েছেন তাসকিন।

সিক্সার্সের দেওয়া ১৬৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় চিটাগং ভাইকিংস। দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন ক্যামরন ডেলপোর্ট ও মোহাম্মদ আশরাফুল। বিপিএলে নিজের প্রত্যাবর্তনের ম্যাচে রান না পেলেও এই ম্যাচে আশা দেখাচ্ছিলেন বড় ইনিংসের। সেই সঙ্গে ডেলপোর্টও দলের রান সচল রাখছিলেন।

দুইজন মিলে ৫৭ রানের জুটি গড়লে আশরাফুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ব্যক্তিগত ২২ বলে ৩৮ রান করা ডেলপোর্ট রান আউটের শিকার হন। তার বিদায়ের একটু পরেই সাজঘরের পথ ধরেন আশরাফুল। ব্যক্তিগত ২২ রান করে তাসকিনের বলে আউট হন তিনি। ভাইকিংস অধিনায়ক মুশফিকও এদিন ক্রিজে টিকতে পারলেন না। দলীয় ৭৪ রানে কাপালির বলে পুরানের হাতে ক্যাচ তুলে আউট হন মুশফিক।

Also Read - মিরাজের প্রথম ফিফটিতে সহজ জয় রাজশাহী কিংসের


তার বিদায়ে এই ম্যাচ জয়ের আশা অনেকটাই ডুবে যায় ভাইকিংসের। সিকান্দার রাজার সঙ্গে ২০ রানের জুটি গড়লে কাপালির বলে বোল্ড হন মোসাদ্দেক। ফ্রাইলিঙ্ক ও রাজা চেষ্টা চালালেও সেটা প্রতিহত করেন সিক্সার্স বোলাররা। দুইজন মিলে গড়েন ৩৭ রানের জুটি। তবে ব্যক্তিগত ৩৭ রানে রাজা হন তাসকিনের বলে। শেষদিকে ভাইকিংসকে জয়ের স্বপ্ন দেখান ফ্রাইলিঙ্ক। শেষ ওভারের শেষ বলে ৭ রান প্রয়োজন হলে মাত্র একরান নিতে সক্ষম হয় ফ্রাইলিঙ্ক। ফলে পাঁচ রানের জয় সিলেট। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পায় সিলেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট সিক্সার্স অধিনায়ক ওয়ার্নার। শুরুটা ভালো হয়নি সিক্সার্সের। ইনিংসের দ্বিতীয় বলেই ফ্রাইলিঙ্কের বলে আউট হন লিটন দাস (০)। তৌহিদের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া নাসির হোসেনও প্রথম ম্যাচে জ্বলে উঠতে ব্যর্থ হন। ৩ রান করেই নাইম হাসানের বলে ক্যাচ আউট হন তিনি। কোন রান না করেই সাজঘরে ফিরেন সাব্বির রহমান।

দলীয় ৬ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন ওয়ার্নার ও আফিফ হোসেন। দুইজনেই বেশ দায়িত্বশীল ব্যাটিং করেন। মিরপুরের স্লো উইকেটে দুইজন মিলে গড়েন ৭১ রানের জুটি। ওয়ার্নার অতটা আক্রমণাত্মক না খেললেও শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিলেন আফিফ। ২৮ বলে ৪৮ রান করে খালেদ আহমেদের বলে আউট হন তিনি। আফিফ ফিফটি করতে না পারলেও অর্ধশতক তুলে নেন সিক্সার্স অধিনায়ক ওয়ার্নার। বিপিএলে নিজের দ্বিতীয় ম্যাচেই প্রথম ফিফটি পান তিনি।

আফিফের বিদায়ের পর পুরানের সঙ্গে জুটি বেঁধে দলীয় সংগ্রহ বড় করতে থাকেন ওয়ার্নার। শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিলেন পুরান। ৫৯ করে ওয়ার্নার আউট হলে শেষদিকে পুরানের অপরাজিত ৫২ রানে ১৬৮ সংগ্রহ করে সিলেট সিক্সার্স। ভাইকিংসের হয়ে বল হাতে ৩টি উইকেট পান রবি ফ্রাইলিঙ্ক।

দেখুন সিলেটের বিজয়ের মুহূর্ত

সংক্ষিপ্ত স্কোরঃ

সিলেট সিক্সার্স ১৬৮-৫ (ওভার ২০)

ওয়ার্নার ৫৯, পুরান ৫২*: ফ্রাইলিঙ্ক ৩-২৬

চিটাগং ভাইকিংস ১৬৩-৭ (ওভার ২০)

ফাইলিঙ্ক ৪৪*, ডেলপোর্ট ৩৮ঃ তাসকিন ৪-২৮

ফলাফলঃ ৫ রানে জয়ী সিলেট সিক্সার্স।

আরও পড়ুনঃ আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চান নাফীস

Related Articles

২০২২ ও ২০২৩ বিপিএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত

বিপিএল, ডিপিএলসহ আলোর মুখ দেখছে ঘরোয়া সব টুর্নামেন্ট

বাংলাদেশের ডাল-ভাত প্রিয় খাবার আমিরের

এ বছর হচ্ছে না বিপিএল, মনোযোগ ডিপিএলে

যে রেকর্ডে মাশরাফির উপরে কেবল ধোনি-রোহিত