Scores

শ্রীনির অভিযোগ- ভারতের বড় ক্ষতি করেছেন মনোহর

শশাঙ্ক মনোহর ও এন শ্রীনিবাসন- দুইজনেই ভারতীয় এবং আইসিসির বড় পদে দায়িত্ব পালন করেছেন। অতি স্বজনপ্রীতি নীতির জন্য বহির্বিশ্বে সমালোচিত ছিলেন শ্রীনিবাসন, অপরদিকে বিসিসিআইকে বিশেষ সুবিধা না দেয়ায় ভারতীয়দের দুয়ো শুনতে হয় মনোহরকে।

শ্রীনির অভিযোগ- ভারতের বড় ক্ষতি করেছেন মনোহর

আইসিসির সভাপতির দায়িত্ব পালনকালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে সাথে নিয়ে বিগ থ্রি চালুর মূল মাথার মধ্যে একজন ছিলেন শ্রীনিবাসন। দায়িত্ব পালনকালে যেন ভারতকে বিশেষ সুবিধা দেয়ার জন্য অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি। ফলে তুমুল সমালোচনার শিকার হন শ্রীনিবাসন। তিনি বিদায় নেয়ার পরে আরেক ভারতীয় মনোহর ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার এই কুচক্র ভেঙে দেন।

Also Read - সপরিবারে করোনামুক্ত হলেন আফ্রিদি


শ্রীনিবাসনের মতে বিশ্ব ক্রিকেটে ভারতের মর্যাদা কমে গিয়েছে মনোহরের কারণে। তার এই অভিযোগ করার কারণ যে মনোহর ভারতকে বিশেষ সুবিধা পাইয়ে না দেয়ার জন্যই তিনি করেছেন তা বলতে বৈকি! আইসিসিতে ভারতের গুরুত্ব কমে যাওয়া ও বিসিসিআইয়ের আর্থিক ক্ষতির কারণ হিসাবেও মনোহরকে দোষারোপ করেন শ্রীনিবাসন।

পেশাজীবনে আইনজীবী মনোহরের কাজগুলোকে ভারত বিরোধী ও ভারতের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছেন শ্রীনিবাসন। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি মনোহর ভারতীয় ক্রিকেটের বড় ক্ষতি করেছেন। তার পদত্যাগে ভারতীয় ক্রিকেটের সবাই খুশি হবে। তিনি আর্থিক ভাবে ভারতের ক্ষতি করেছেন। তিনি আইসিসিতে ভারতের সুযোগ কমিয়ে দিয়েছেন। আসলে তিনি ভারত বিরোধী এবং তার জন্য বিশ্ব ক্রিকেটে ভারতের গুরুত্ব কমে গিয়েছে।’

‘তিনি এখন সরে গিয়েছেন কারণ, তিনি বুঝেছেন ভারতীয়দের কাছে সম্মান পান না। কিন্তু অনেক ক্ষতি করে গেলেন,’ বলেন শ্রীনিবাসন।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

কোহলির ‘সবচেয়ে সেরা’ ইনিংসটির সাথে জড়িয়ে ঢাকার নাম

ভারতের বিপক্ষে যুদ্ধে নামতে কাউন্টির প্রস্তাব ফিরিয়েছিলেন শোয়েব

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অবসরের কথা ভেবেছিলেন ব্রড

১০ মাস ধরে বেতন পাচ্ছেন না ভারতীয় ক্রিকেটাররা

আইপিএলের কারণে স্থগিত হল দক্ষিণ আফ্রিকার দুইটি সফর