Scores

শ্রীলঙ্কান কোচিং স্টাফে ভাঙনের সুর!

বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে ২০১৭ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কা জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তার এই দায়িত্ব নেওয়ায় কার্যত ‘পদাবনতি’ ঘটেছিল এক কোচিং স্টাফের। তিনি নিক পোথাস। সেই পোথাস রহস্যের জন্ম দিয়ে ছেড়েছেন শ্রীলঙ্কার কোচিং স্টাফ।

শ্রীলঙ্কান কোচিং স্টাফে ভাঙনের সুর!

২০১৬ সালে শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ হিসেবে যোগ দেন পোথাস। ২০১৭ সালের জুনে প্রধান কোচ গ্রাহাম ফোর্ড পদত্যাগ করলে পোথাসই হন লঙ্কানদের প্রধান কোচ। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে অবশ্য সেবার সাফল্যের দেখা পাননি তিনি ঘরের মাঠে। তার অধীনে ভারত ও জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। যদিও আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল ২-০ ব্যবধানে।

Also Read - ঘরোয়া ক্রিকেটের ৭৫ ভাগ না খেললে চুক্তি নয়!


মাস ছয়েক প্রধান কোচের দায়িত্ব পালনের পর চন্ডিকা হাথুরুসিংহের আগমনে আবারও পুরনো পদ ফিল্ডিং কোচের ভূমিকায় চলে যেতে হয় পোথাসকে। সেই পোথাস বুধবার হুট করেই জানান, আগামী শুক্রবারই শ্রীলঙ্কা দলের কোচিং স্টাফ থেকে বিদায় নিতে চলেছেন তিনি।

এর কারণ হিসেবে পোথাস দাঁড় করিয়েছেন পারিবারিক সমস্যাকে। পোথাসের ভাষ্য, শ্রীলঙ্কান কোচিং স্টাফ হিসেবে পদত্যাগের জন্য এটিই তার সঠিক সময়!

৪৪ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার বলেন, শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে অসাধারণ দুটি বছর কাটিয়েছি। তবে এটাই আমার জন্য সঠিক সময় অন্য একটি সুযোগের জন্য সামনে এগিয়ে যাওয়ার। যেটা আমাকে আমার পরিবারের সাথে ভালো সময় কাটানোর সুযোগ করে দিবে।

আলাপকালে তিনি তুলে ধরেন লঙ্কান তরুণ অনেক ক্রিকেটারের উঠে আসার পেছনে তার অবদানের কথাও, শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে থাকতে পারাটা আমার জন্য সম্মানের ও অগ্রাধিকার ছিল। শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। কোচ হিসেবে নিজেকে উন্নত করতে পেরেছি। পাশাপাশি দারুণ দারুণ কিছু মেধাবী ক্রিকেটার তুলে আনতে অবদান রাখতে পেরেছি। এসব স্মৃতি সব সময় আমাদের হৃদয়ের একটি বিশেষ স্থান দখল করে রাখবে।

আরও পড়ুনঃ ‘পারফরম্যান্সই হওয়া উচিত একমাত্র মানদণ্ড’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

নতুন নতুন টুর্নামেন্ট আয়োজনের ভাবনা আইসিসির

অল্পের জন্য প্রাণে বাঁচলেন থমাস

অধিনায়কত্ব ছেড়ে দলে ফিরলেন ডু প্লেসিস

দুর্দান্ত জয়ের দিনে জরিমানা দিল ইংল্যান্ড

দক্ষিণ আফ্রিকার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ডু প্লেসিস