SCORE

‘শ্রীলঙ্কান মুস্তাফিজ’ পেলেন হাথুরুসিংহে

ঘরোয়া ক্রিকেট না মাতিয়েই জাতীয় দলে সুযোগ! সবাইকে এমন অবাক করেই মুস্তাফিজুর রহমানকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করিয়ে দিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। বাকি গল্পটুকু সবার জানা। সাবেক বাংলাদেশ দলের কোচের সাফল্যের পাতায় জ্বলজ্বল করে লিখে রাখা এখনও মুস্তাফিজের নাম।

'শ্রীলঙ্কান মুস্তাফিজ' পেলেন হাথুরুসিংহে

এবার শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ হওয়ার পর যেন ‘আরেক মুস্তাফিজ’-এর খোঁজে নেমেছেন হাথুরুসিংহে। আর সেই খোঁজে উঠে এসেছে শেহান মাদুশঙ্কার নাম। এখন পর্যন্ত জাতীয় পর্যায়ে কিংবা বয়সভিত্তিকে খেলা হয়নি ২২ বছর বয়সী এই ক্রিকেটারের। তবে বাংলাদেশে অনুষ্ঠিতব্য  আসন্ন ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে জায়গা পাওয়ার পর বেশ জোরেশোরেই উচ্চারিত হচ্ছে তার নাম।

Also Read - 'তিন বছর আউট অব ক্রিকেট ছিলাম'

ঠিক কী দেখে মাদুশঙ্কাকে দলে ভেড়ালেন লঙ্কানদের নতুন কোচ হাথুরুসিংহে? উত্তর হচ্ছে, জোরে বোলিং! সেটি জানিয়েছেন হাথুরুসিংহে নিজেই। মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজের শ্রীলঙ্কা দল ঘোষণার পর হাথুরুসিংহে বলেন, ‘জোরে বোলিং করতে পারে আমাদের এমন বোলার দরকার। তার সেটি আছে। আমাদের কিছু ভালো মানের ফাস্ট বোলার দরকার। আমাদের বিবেচনায় যেসব খেলোয়াড় আছে, বড় টুর্নামেন্টের আগে তাদের কিছু ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে।’

ঘরোয়া ক্রিকেটে মাদুশঙ্কা খেলেছেন মাত্র ছয়টি ম্যাচ, যেখানে তিনটি প্রথম শ্রেণীর এবং তিনটি লিস্ট ‘এ’ ক্যাটাগরির ম্যাচ। অনভিজ্ঞ এই পেসারকে বাজিয়ে দেখতে হাথুরুসিংহে রীতিমতো ঝুঁকিই নিয়েছেন। কেননা পরীক্ষা-নিরীক্ষার স্রোতে ভেসে গিয়ে এখন দলে নেই অনেক অভিজ্ঞ লঙ্কান পেসার, সেই সাথে দলের সাম্প্রতিক ব্যর্থতা আছে ‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে।

এদিকে ঘরে মাঠে বাংলাদেশ অনেক শক্তিশালী দল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সদ্য বিদায়ী এই কোচ। নিজ দেশের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘ঘরের মাঠে বাংলাদেশ অনেক শক্তিশালী দল। বেশ কিছু সিরিজ জিতেছে তারা। সাম্প্রতিক সময়ে হেরেছে শুধু ইংল্যান্ডের কাছে। বাংলাদেশি খেলোয়াড়েরা কে কেমন করে আমি জানি। কিছু বিষয় নিয়ন্ত্রণে এটি আমাকে সহায়তা করবে।’

আরও পড়ুনঃ অ্যান্ডারসনকে টপকে র‍্যাংকিংয়ের শীর্ষে রাবাদা

Related Articles

সিইওকে চিঠি দিয়ে বোমা ফাটালেন ম্যাথিউস

বাংলাদেশের দুর্বলতা জানেন হাথুরুসিংহে!

‘প্রতিশোধ নয়, ভালো ক্রিকেট খেলে জিততে চাই’

এশিয়া কাপ নিয়ে ভবিষ্যদ্বাণী হাথুরুর

হাথুরুসিংহের শিষ্যরা ‘স্কুলের বাচ্চা’!