Scores

শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-২০’র নেতৃত্বে মালিঙ্গা

কয়েকদিন আগেও তিনি দলে জায়গা পেতেন না। দলের বাইরে থাকতে থাকতে এমন প্রশ্নও উঠেছিল- লাসিথ মালিঙ্গা কি আর শ্রীলঙ্কা দলের হয়ে খেলতে পারবেন? দল নিয়ে কোচের পরীক্ষানিরীক্ষার অংশ হিসেবে যেমনি বাদ পড়েছিলেন তেমনি অবশ্য ফিরেও এসেছেন। এবার সেই মালিঙ্গা পেয়ে গেছেন দলটির নেতৃত্বও।

শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-২০’র নেতৃত্বে মালিঙ্গা

নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য সম্প্রতি শ্রীলঙ্কা দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আর সেই দলের অধিনায়ক করা হয়েছে মালিঙ্গাকে। এতে জাতীয় দলে ফেরার তিন মাসের মাথায়ই তার কাঁধে চেপেছে নেতৃত্বের ভার।

নিউজিল্যান্ড সফররত শ্রীলঙ্কা দল টেস্ট সিরিজ শেষে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি টি-২০। সীমিত ওভারের ঐ দুই সিরিজের জন্য অভিন্ন দল নির্বাচন করেছে এসএলসি। ১৭ সদস্যের এই স্কোয়াডে মালিঙ্গার সহকারী অর্থাৎ সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নিরোশান ডিকওয়েলা।

Also Read - সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ১৯৯ রান


মালিঙ্গার আগে সর্বশেষ ওয়ানডে সিরিজে (ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে) দলকে নেতৃত্ব দিয়েছিলেন দীনেশ চান্দিমাল। এরপর ইংলিশদের বিপক্ষে টি-২০ সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। দুঃসময়ের মধ্য দিয়ে যাওয়া লঙ্কানদের পরীক্ষানিরীক্ষা যেন থামবারই নয়। আর তাই এই সিরিজে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিন মাস আগেও দলে না থাকা মালিঙ্গা।

নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের একটি টেস্ট ও তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ এবং একটি টি-২০ ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী শনিবার (১৫ ডিসেম্বর)। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ৩, ৫ ও ৮ জানুয়ারি মাউন্ট মঙ্গানুই ও নেলসনে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। ১১ জানুয়ারি অকল্যান্ডে মাঠে গড়াবে দুই দলের মধ্যকার একমাত্র টি-২০ ম্যাচ।

একনজরে নিউজিল্যান্ড সফরে শ্রীলঙ্কার সীমিত ওভারের দল-

লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দানুশকা গুনাথিলাকা, কুশাল পেরেরা, দীনেশ চান্দিমাল, আসেলা গুনারত্নে, কুশাল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, লক্ষণ সান্দাকান, সেকুজে প্রসন্ন, দুশমান্থা চামেরা, কাসুন রাজিথা, নুয়ান প্রদীপ, লাহিরু থিরিমান্নে।

আরও পড়ুন: উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

১০০ ওয়াইনের বোতল যত্ন করে রাখতে হবে টেলরকে!

স্টার্কদের আগুনে পুড়ে ছাই প্রোটিয়ারা

ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা

ডু প্লেসিসকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল!

শাহজাদ’কে ‘মুক্তি’ দিল এসিবি