Scores

শ্রীলঙ্কার কোচিং ছাড়তে চান না হাথুরুসিংহে

চন্ডিকা হাথুরুসিংহে আবার বাংলাদেশ দলের কোচ হয়ে আসতে পারেন- এমন গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই। স্টিভ রোডসের বিদায়ের খবর ছড়িয়ে পড়ার পর সেটা আরও জোরাল হচ্ছিল। তবে শ্রীলঙ্কা জাতীয় দল থেকে বরখাস্ত হওয়ার খবর রটলেও, নিজ দেশের কোচের দায়িত্ব তিনি ছাড়তে চান না বলে জানিয়েছেন হাথুরুসিংহে।

শ্রীলঙ্কার কোচিং ছাড়তে না হাথুরুসিংহে

বিশ্বকাপের মাঝপথেই শোনা যায়- বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডসের সাথে চুক্তি বাতিল করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অপরদিকে, শ্রীলঙ্কান বোর্ডের সাথে ঝামেলায় বরখাস্ত হচ্ছেন হাথুরু- এমন খবর জানান দেশটির ক্রীড়ামন্ত্রী। একে একে দুই করে খবর ছড়ায়- আবারো বাংলাদেশে ফিরবেন এই লঙ্কান কোচ। এমনকি শ্রীলঙ্কা দলে ডেভ হোয়াটমোর তার স্থলাভিষিক্ত হচ্ছেন বলেও শোনা যায়।

Also Read - ক্রিকেটারদের পাশেই দাঁড়ালেন প্রধানমন্ত্রী


হাথুরুসিংহে ও শ্রীলঙ্কার বিচ্ছেদের খবর শুধুই গুঞ্জন কি না তা নিশ্চিত না হলেও হাথুরুসিংহে জানিয়েছেন, তিনি থাকতে চান শ্রীলঙ্কার কোচিং। শ্রীলঙ্কার সংবাদপত্র লঙ্কাদ্বীপ‘এ দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিশ্বকাপে দলের ব্যর্থতার দায়ভার নিয়েও ভুল শুধরে সামনে এগিয়ে যেতে চান।

হাথুরুসিংহে  বলেন, ‘যা হয়েছে তার দায়ভার আমাদের সবার নেওয়া উচিত। আমরা আরও ভালো পারফরম্যান্স আশা করেছিলাম। কিন্তু  তা হয়নি। আমাদের আরও ভাবতে হবে। ভুল থেকে শিখতে হবে, তারপর এগিয়ে যেতে হবে। ‍আমার মনে হয় আমি আমার সামর্থ্যের সর্বোচ্চটাই দিয়েছি।’

স্বপদে বহাল থাকতে হাথুরুসিংহে এতটাই আগ্রহী যে এমনও জানিয়ে দিয়েছেন- দলের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে চাকরি ছাড়বেন না তিনি! লঙ্কান এই কোচের ভাষ্যমতে, ‘আমার এখনও চুক্তির ১৬ মাস বাকি আছে। আমি আশা করবো এর শেষ পর্যন্ত আমি থাকবো।’

শ্রীলঙ্কার সাথে এখনো আগামী ১৬ মাসের চুক্তি সম্পন্ন করা মানে স্টিভ রোডসের বিদায়ের পর আবারো হাথুরুসিংহের বাংলাদেশের কোচ হয়ে ফেরার কোনো সম্ভাবনা নেই। যদিও হাথুরুসিংহে বর্তমান পদ থেকে বরখাস্ত হবেন না- এমনটিও বলে দেওয়ার উপায় নেই!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

হাথুরুসিংহে যুগের অবসান, শ্রীলঙ্কার নতুন কোচ নিয়োগ

বিসিবির শর্টলিস্টে মোট পাঁচজন কোচ

হাথুরুসিংহে নন, দৌড়ে এগিয়ে মাইক হেসন!

ঈদের আগেই সাক্ষাৎকার দেবেন হাথুরুসিংহে

হাথুরুসিংহেকে হটিয়ে শ্রীলঙ্কার কোচ জয়রত্নে