Scores

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ২৬ জুলাই থেকে শুরু হতে যাওয়া সিরিজের জন্য দেশটির ক্রিকেট বোর্ড ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

এর মধ্যে পেসার লাসিথ মালিঙ্গা রয়েছেন শুধু প্রথম ম্যাচের দলে। সিরিজের প্রথম ওয়ানডে খেলেই তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। পরের দুই ম্যাচে তার জায়গায় স্কোয়াডে স্থলাভিষিক্ত হবেন দাসুন শানাকা।

Also Read - বোলিংয়ের জন্য প্রস্তুত রিয়াদ


বিশ্বকাপের মত এই সিরিজেও লঙ্কানদের অধিনায়কত্ব করবেন দিমুথ করুনারত্নে। গত দুইটি বিশ্বকাপের মাঝখানে কোনো দ্বিপাক্ষিক সিরিজে খেলা হয়নি তার। স্কোয়াডে আছেন বিশ্বকাপ দল মাতান অনেক ক্রিকেটার। সিরিজের আগে শ্রীলঙ্কা বাংলাদেশ দল একই হোটেলে (তাজ হোটেল) অবস্থান করছে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ সিরিজের জন্য ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। প্রস্তুতি ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে চূড়ান্ত করা হয়েছে স্কোয়াড।

একনজরে সিরিজে দুই দলের স্কোয়াড

শ্রীলঙ্কা: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশাল জেনিথ, অভিষকা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেল ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, সেহান জয়াসুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিদু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, লাসিথ মালিঙ্গা (প্রথম ওয়ানডে), নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, কাসুন রাজিথা।

বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা ও শফিউল ইসলাম।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাবাকে হাসপাতালে রেখেই ক্যারিয়ার বাঁচাতে লড়ছিলেন বাটলার

শেষ দুই টেস্ট খেলবেন না স্টোকস; ছুটতে হচ্ছে নিউজিল্যান্ডে

নেই ব্রড-রুট ও ওপেনার, বিতর্কিত টেস্ট দল সাজালেন পূজারা

জেদের বশে ধোনির মাথায় বল ছুঁড়েছিলেন শোয়েব

রান না করলে এটাই ছিল আমার শেষ ম্যাচ : বাটলার