Scores

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ফিরলেন লাকমল

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ফিরেছেন ডানহাতি পেসার সুরাঙ্গা লাকমল। বৃহস্পতিবার (১৪ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সেই দলে জায়গা হয়েছে সাবেক এই টেস্ট অধিনায়কের। মূলত টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্সই তাকে জায়গা করে দিয়েছে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের এই দলে। 

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ফিরলেন লাকমল

ঘোষিত দলের নেতৃত্বে রয়েছেন পেসার লাসিথ মালিঙ্গা। লাকমল ছাড়াও দলে ফিরেছেন ২০১৬ বিশ্বকাপে খেলা লেগ স্পিনার জেফরি বন্দরসে।

Also Read - যৌন হেনস্থা-সহ একাধিক অভিযোগে শামির বিরুদ্ধে চার্জশিট


তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ ক্রিকেটার দীনেশ চান্দিমালের। যদিও নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে দলের নেতৃত্বে ছিলেন তিনিই। কিন্তু কম অভিজ্ঞতা নিয়েই ডাক পেয়েছেন প্রিয়ামল পেরেরা।

এছাড়াও স্কোয়াডে চমক হয়ে এসেছে ব্যাটসম্যান সাদিরা সামারাউইকরামার নাম। ওপেনার অভিষকা ফার্নান্দো দলে সুযোগ পেয়েছেন। বাদ পড়েছেন দাসুন শানাকা।

চোটের কারণে বেশ কজন খেলোয়াড় দলে জায়গা পাননি। শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অশান্ত ডি মেল জানিয়েছেন, দলের সিনিয়র ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস এখনও পুরোপুরি চোট কাটিয়ে উঠতে পারেননি। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগা এই অলরাউন্ডার এখন আছেন ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে। শিরদাঁড়ার চোটে ভুগছেন দানুশকা গুনাথিলাকা। ফাস্ট বোলার দুশমন্থ চামিরাও হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। সর্বশেষ চোট পাওয়া কুশাল পেরেরার চোটও এখনও সেরে না ওঠায় তাকে রেখেই স্কোয়াড সাজাতে হয়েছে নির্বাচকদের। দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারের চোট সেরে উঠতে ৯ সপ্তাহ সময় লাগবে। বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়া নিয়েও রয়েছে সংশয়- জানিয়েছেন প্রধান নির্বাচক।

প্রসঙ্গত, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে আগামী ১৯ মার্চ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২২ ও ২৪ মার্চ।

একনজরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কা স্কোয়াড-

লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা, অভিষকা ফার্নান্দো, সাদিরা সামারাউইকরামা, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রিয়ামল পেরেরা, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমল, ইসুরু উদানা, আসিথা ফার্নান্দো, আকিলা ধনঞ্জয়া, জেফরি বন্দরসে ও লক্ষণ সান্দাকান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ইডেনেও থাকছে সবুজ পিচ!

এবার প্যাটিনসনকে নিষিদ্ধ করল ক্রিকেট অস্ট্রেলিয়া

করিমের বোলিং নৈপুণ্যে সমতা আনল আফগানিস্তান

ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙলেন আগারওয়াল

এখনো ইনিংস ঘোষণার কথা ভাবেনি ভারত