Scores

শ্রীলঙ্কার টেস্ট দলে ফিরলেন ম্যাথিউস

ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ঘোষিত স্কোয়াডে ফিরেছেন তারকা ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস।

শ্রীলঙ্কার টেস্ট দলে ফিরলেন ম্যাথিউস, চান্দিমাল

সাবেক অধিনায়ক দীনেশ চান্দিমাল ফর্মের কারণে একাদশ থেকে বাদ পড়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে একাদশে জায়গা পাননি তিনি। তবে হোম সিরিজের স্কোয়াডে আছেন তিনি। চোট কাটিয়ে প্রত্যাশিতভাবেই ইংল্যান্ড সিরিজে ফিরছেন ম্যাথিউস। তবে এই সিরিজে এই অলরাউন্ডারকে শুধু ব্যাটসম্যানের ভূমিকায় পাবে দল।

Also Read - ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে ‘প্রত্যাবর্তন সিরিজ’ হিসেবে দেখছেন মিরাজ

দিমুথ করুনারত্নের নেতৃত্বাধীন দলে আরও ফিরেছেন কুয়ান প্রদীপ, রোশন সিলভা ও লক্ষণ সান্দাকান। প্রথমবারের মত ডাক পেয়েছেন রমেশ মেন্ডিস। ধনঞ্জয়া ডি সিলভা ইঞ্জুরি এবং কাসুন রাজিথা, সন্তোষ গুনাথিলাকা ও দিলশান মাদুসঙ্কা ফর্মের কারণে দলে জায়গা হারিয়েছেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত এই সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১৪ জানুয়ারি। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু হবে ২২ জানুয়ারি। দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে গলে। করোনার কারণে গত মার্চে এই সিরিজ স্থগিতাদেশ পায়। সিরিজটি দিয়ে শ্রীলঙ্কায় করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হতে যাচ্ছে, যার উদ্দেশ্যে শ্রীলঙ্কায় পৌঁছে কোয়ারেন্টিনও সম্পন্ন করেছে ইংলিশরা।

একনজরে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ওশাডা ফার্নান্দো, নিরোশান দিকওয়েলা, মিনোদ ভানুকা, লাহিরু থিরিমান্নে, লাসিথ এম্বুলদেনিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, দুশমন্থ চামিরা, দাসুন শানাকা, আশিথা ফার্নান্দো, রোশন সিলভা, লক্ষণ সান্দাকান, নুয়ান প্রদীপ, রমেশ মেন্ডিস।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

চুক্তিতে না থাকায় অবসরের হুমকি ম্যাথিউসের

পাসপোর্ট হারানো শানাকার বদলে শ্রীলঙ্কার নেতৃত্বে ম্যাথিউস

অ্যান্ডারসনের ‘৬’-এর দিনে ডিকভেলার ‘৮’-এর আক্ষেপ

ম্যাথিউসের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে জয়ের পথে ইংল্যান্ড