Scores

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের নেতৃত্বে শান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রণে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ইমার্জিং ক্রিকেট দল। ইতোমধ্যে ঠিক করা হয়েছে লঙ্কানদের সফরের দিনক্ষণ। শুক্রবার (১৬ আগস্ট) ঘোষণা করা হয়েছে স্বাগতিক স্কোয়াডও। দলের নেতৃত্বে থাকছেন তরুণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। 

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের নেতৃত্বে শান্ত

বাংলাদেশ জাতীয় দল ও শ্রীলঙ্কা জাতীয় দলের মধ্যকার সদ্য সমাপ্ত সিরিজটি হওয়ার কথা ছিল বছরের শেষদিকে- ডিসেম্বরে। তবে অনাকাঙ্ক্ষিতভাবে শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলা হওয়ার পর দেশটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় বাংলাদেশ সফরটাকে এগিয়ে আনতে চায় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। বিসিবিও তাদের পাশে দাঁড়ায়।

Also Read - শাস্ত্রীই থাকছেন ভারতের কোচ


এই সিরিজ চলাকালীনই জানা যায়, আগস্টে বাংলাদেশ সফর করবেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। তবে সেটি জাতীয় দল নয়; ইর্মাজিং দল নামে শ্রীলঙ্কার একটি তরুণ দল (এইচপি- হাই পারফরম্যান্স ইউনিট) আসবে। লঙ্কানদের স্কোয়াডের জাতীয় দলের তরুণ ক্রিকেটাররাই থাকবেন এই স্কোয়াডে।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৮ ও ২১ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স ইউনিট বা এইচপি দলের বিপক্ষে দুটি একদিনের ম্যাচ খেলবে শ্রীলঙ্কান তরুণরা। এই দুটি ম্যাচের ভেন্যুই সাভারের বিকেএসপি। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ আগস্ট। ২৭ আগস্ট ও ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে দল দুটির চারদিনের সিরিজের ম্যাচ দুটি। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনায়, দ্বিতীয়টি কক্সবাজারে।

বাংলাদেশ ইমার্জিং দল (এইচপি)

নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নাইম শেখ, ইয়াসির আলী (সহ-অধিনায়ক), আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, জাকের আলী, নাঈম হাসান, ইয়াসির আরাফাত, শফিকুল ইসলাম, সুমন খান, শহীদুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি, তানভীর ইসলাম।

একনজরে সূচি

তারিখম্যাচভেন্যু
১৮ আগস্টপ্রথম ওয়ানডেবিকেএসপি
২১ আগস্টদ্বিতীয় ওয়ানডেবিকেএসপি
২৪ আগস্টতৃতীয় ওয়ানডেখুলনা
২৭ আগস্টপ্রথম চারদিনের ম্যাচখুলনা
৩ সেপ্টেম্বরদ্বিতীয় চারদিনের ম্যাচকক্সবাজার

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

বাংলাদেশ ও ভারতের যুবাদের প্রতি শচীনের আহ্বান

ট্রিপল সেঞ্চুরি করতে চেয়েছিলেন মুশফিক

ভারতকে ‘১৪২’ এ আটকে দিলো বাংলাদেশ

‘ছেলে’ মায়ানের জন্যই এমন উদযাপন ‘বাবা’ মুশফিকের

বিসিএল ফাইনালেও দুর্দান্ত তামিম