Scores

শ্রীলঙ্কার বোলিং কোচকে নিষিদ্ধ করল আইসিসি

মাঠে ভালো সময় যাচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট দলের। অন্যদিকে মাঠের বাইরেও নানা কর্মকান্ডে আলোচিত ক্রিকেটার থেকে কোচরা। সেই তালিকায় যুক্ত হলো নতুন নাম। শ্রীলঙ্কার বোলিং কোচ নুয়ান জয়সাকে ফিক্সিং ও এ সংক্রান্ত দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নুয়ান জয়সা

 

৪০ বছর বয়সী জয়সাকে ১৪ দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। যা কার্যকর হবে ১ নভেম্বর থেকে।  জয়সার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে আইসিসি। ফিক্সিংয়ের সাথে ক্রিকেটারদের যুক্ত হতে প্রলুব্ধ ও উৎসাহ প্রদানের মতো অভিযোগ আছে শ্রীলঙ্কার এই সাবেক পেসারের বিপক্ষে। তবে সব তদন্ত করবে আইসিসি। অন্যদিকে এই পরিপ্রেক্ষিতে জয়সাকে ইতোমধ্যে কারণ দর্শাতেও বলা হয়েছে।

এদিকে শ্রীলঙ্কার সাবেক গ্রেট ক্রিকেটার ও প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়ার বিরুদ্ধেও কিছুদিন আগে দুর্নীতির অভিযোগ আনে আইসিসি। এই দুই ঘটনায় কোনও যোগসূত্র আছে কিনা তা তদন্ত করবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

Also Read - র‍্যাঙ্কিং দৃশ্যকল্প: বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ


এই দুই বিষয়ে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের প্রধান আলেক্স মার্শাল বলেছিলেন, ‘শ্রীলঙ্কায় বর্তমানে দুর্নীতি দমন ইউনিট তদন্ত চালাচ্ছে। এর অংশ হিসেবে আমরা বিভিন্নজনের সঙ্গে কথা বলছি। তবে এ বিষয়ে আমরা পরিস্কার নই যে জয়াসুরিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগের সঙ্গে জয়সার বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো যোগসূত্র রয়েছে কিনা। কারণ, দুটি বিষয়ে আলাদা আলাদাভাবে তদন্ত করা হয়েছে।’

উল্লেখ্য, ৬ ফুট ৪ ইঞ্চির নুয়ান জয়সা শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে খেলেছেন প্রায় ১০ বছর। ১৯৯৭-২০০৭ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করেন এই বামহাতি ক্রিকেটার। ৩০ টেস্টের ৫১ ইনিংসে বল করে নিয়েছেন ৬৪টি উইকেট। অন্যদিকে ৯৫ টেস্টের ৯৩ ইনিংসে বল করে ১০৮টি উইকেট পেয়েছেন তিনি। এর পাশাপাশি টি-টোয়েন্টি খেলেছিলেন ১৭টি। নিয়েছেন ২১টি উইকেট। দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০০৭ সালের ৮ ফেব্রুয়ারি।

[আরও পড়ুনঃ “কোচ তো সব সময় পজেটিভ কথা বলে”]

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক দুই লঙ্কান ক্রিকেটার