Scores

শ্রীলঙ্কার ব্যাটিং কোচ হলেন তিলাকরত্নে

শ্রীলঙ্কার প্রধান ব্যাটিং কোচ হলেন তিলাকরতনে
শ্রীলঙ্কার সাময়িক ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক লঙ্কান ক্রিকেটার হাসান তিলাকরত্নে। অন্তত ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ পর্যন্ত তিলাকরত্নে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

২০১৪ সালের পর থেকে কোনো স্থায়ী ব্যাটিং কোচ ছাড়াই খেলছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার টিম ম্যানেজার আসানকা গুরুসিনহা বলেন “সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ থেকেই হাসান আমাদের সাথে কাজ করছে।”

“এখন সব টেস্টেই হাসান আমাদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবে। খুব সম্ভবত ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আমরা নিক পোথাসের সাথে আলোচনায় বসব এবং দেখব কি হয়। তার অভিজ্ঞতার ঝুলিতে অনেক কিছুই আছে যা থেকে ব্যাটসম্যানরা শিখতে পারে,” যোগ করেন গুরুসিনহা।

Also Read - বিপিএলে সাব্বির রহমানের নতুন গন্তব্য সিলেট


২০১৬ সালে ডিসেম্বর থেকেই শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি) এর সাথে যুক্ত আছেন হাসান তিলাকরত্নে। জাতীয় দলের নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

শ্রীলঙ্কাকে ১১ টেস্টে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার। শ্রীলঙ্কার হয়ে খেলেচনহে ৮৩ টেস্ট ও ২০০ ওয়ানডে। টেস্টে ১১ টি এবং ওয়ানডেতে ২ টি শতক রয়েছে হাসানের।

সম্প্রতি শ্রীলঙ্কার বোলিং কোচ রামানায়েকের পরিবর্তে দায়িত্ব পেয়েছেন চামিন্দা ভাস।

-আজমল তানজীম সাকির, প্রতিবেদক, বিডিক্রিকটাইম ডট কম 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

৭ জুলাই যোগ দিচ্ছেন ম্যাকেঞ্জি

ওয়ালশও দেখভাল করছেন রিয়াদদের ব্যাটিং

কতটুকু অভিজ্ঞ নতুন ব্যাটিং কোচ!