SCORE

সর্বশেষ

শ্রীলঙ্কার সহিংসতা ভাবাচ্ছে বিসিবিকেও

গত কিছুদিন ধরে সাম্প্রদায়িক দাঙ্গায় উত্তাল পুরো শ্রীলঙ্কা। মুসলমান ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে চলমান এই দাঙ্গায় ইতোমধ্যে ঘটেছে প্রাণনাশ। ক্যান্ডি শহরে সহিংসতা রূপ নিয়েছে ভয়াবহ অবস্থায়। দেশে চলছে জরুরী অবস্থা, দাঙ্গা পুরো শ্রীলঙ্কায় ছড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে।

দাঙ্গার প্রভাব পড়বে না নিদাহাস ট্রফিতে

এমন অবস্থায়ই শ্রীলঙ্কায় চলছে নিদাহাস ট্রফি। বৌদ্ধ ধর্মাবলম্বী অধ্যুষিত দেশটিতে সংখ্যালঘু মুসলমানরা, আর সহিংসতাও চলছে বৌদ্ধ ও মুসলমানদের মধ্যে। নিদাহাস ট্রফিতে খেলার জন্য বাংলাদেশ দল এখন অবস্থান করছে কলম্বোতে। এই শহরে মুসলমানদের সংখ্যা প্রচুর হওয়ায় দাঙ্গা এখানেও ছড়িয়ে পড়ে কি না, জাগছে সেই শঙ্কা।

Also Read - "মাশরাফির ভাবমূর্তির কারণেই এত সাড়া পেয়েছি"

আর তাই দ্বীপদেশটির সহিংসতা ভাবাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবিকেও। দাঙ্গায় সতর্ক দৃষ্টি রেখে তাই বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বহর ইতোমধ্যে পৌঁছেছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার চলমান সহিংসতার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে বোর্ডের কেউই সরাসরি মন্তব্য করতে রাজি হননি। তবে দলের পাশে থাকতে বুধবার শ্রীলঙ্কা উড়াল দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, বোর্ড পরিচালক ও ক্রিকেট অপারেসন্স কমিটির প্রধান আকরাম খান ও পরিচালক ইসমাইল হায়দার মল্লিক এবং প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। ঊর্ধ্বতন কর্তারা খেলোয়াড়দের পাশে থাকায় কিছুটা স্বস্তিতে রয়েছে বোর্ড।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন পরিচালক বলেন, ‘সেখানে বোর্ড সভাপতি আছেন, অনেক সিনিয়র পরিচালক ও সিইও আছেন। আশা করি তারা যে কোনো পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে পারবেন। আমি ভয়ের কিছুই দেখছি না। কারণ সেখানে ভারত দলও খেলছে। সে কারণে ভারত সরকারও নিশ্চয়ই সতর্ক দৃষ্টি রেখেছে।’

বিসিবির সতর্ক দৃষ্টি সম্পর্কে আঁচ করা যাচ্ছে বিসিবির একটি সূত্রর এই ভাষ্য থেকেও- ‘আমরা খুব সতর্কভাবেই পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি। সেখানে বাংলাদেশের হাইকমিশন জানিয়েছে কলম্বোতে কোন ধরনের আইনশৃঙ্খলার অবনতি ঘটেনি। তবে তারা সব খোঁজ রাখছে। যদি প্রয়োজন হয় সেখানকার হাইকমিশনই করণীয় নিয়ে পরামর্শ দিবে।’

আরও পড়ুনঃ তিনে বাংলাদেশের তিন বিকল্প, এগিয়ে সাব্বির

Related Articles

রুবেল হোসেনের সমস্যা কোথায়?

নিদাহাস ট্রফি থেকে ৪৮২ শতাংশ লাভ!

অসুস্থ রুবেল, দোয়া চাইলেন সবার কাছে

যেখান থেকে শুরু ‘নাগিন ড্যান্স’ উদযাপনের

‘খারাপ করছি দেখেই বেশি চোখে পড়ছে’