Scores

শ্রীলঙ্কায় আইসোলেশনে থাকতে হবে না বাংলাদেশ দলকে

পাকা কথা হয়েছে, কিন্তু বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের জন্য এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। টেস্ট সিরিজের সাথে টি-টোয়েন্টি সিরিজ যোগ হবে কিনা সেই সিদ্ধান্তও দোদুল্যমান। তবে একটা বিষয় পরিষ্কার, শ্রীলঙ্কায় গিয়ে আইসোলেশনে থাকার প্রয়োজন হবে না টাইগার ক্রিকেটারদের।

করোনার পর বেশ সাবধানী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খেলোয়াড়দের নিরাপত্তার খাতিরে কোন ঝুঁকি নিতে চায় না বিসিবি। তবে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে এবার খানিক নড়েচড়ে বসেছে। সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের মত মেগা ইভেন্ট পিছিয়ে যাওয়ার কারণে দ্বিপাক্ষিক সিরিজের ভাবনা বিসিবির।

Also Read - অনুশীলন শুরু করছেন প্রমীলা ক্রিকেটাররাও


এজন্য শ্রীলঙ্কার সাথে স্থগিত হওয়া সিরিজ আবার শুরুর কথা পাকা করেছে। করোনার মধ্যে শ্রীলঙ্কা সফরে গেলেও যাতে ক্রিকেটারদের ১৪ দিন বা ৭ দিন আইসোলেশনে থাকতে না হয় সেই বন্দোবস্ত করেছে টাইগার বোর্ড। যেমন ইংল্যান্ড সফরে গিয়ে থাকতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান ক্রিকেট দলকে।

তবে শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণার পর যে বিশেষ ক্যাম্পের আয়োজন করবে বিসিবি, সেই ক্যাম্পে যোগ দেওয়ার আগে এবং লঙ্কাগামী বিমান ধরার আগে কয়েক দফা করোনা পরীক্ষা হবে খেলোয়াড়দের। কোভিড-১৯ পরীক্ষা করা হবে শ্রীলঙ্কায় যাওয়ার পরেও।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘করোনা সতর্কতা নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে। তারা জানিয়েছেন নিয়ম অনুসারে বাংলাদেশ থেকেই ক্রিকেটারদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট নিয়ে যেতে হবে।’

‘শ্রীলঙ্কায় গিয়ে জরুরি ভিত্তিতে আরও একবার কোভিড-১৯ টেস্ট করতে হবে সবাইকে। সেই রিপোর্ট নেগেটিভ আসলে ক্রিকেটাররা অনুশীলন শুরু করতে পারবেন। তাদের ১৪ বা ৭ দিন আইসোলেশনে থাকতে হবে না। তবে অনুশীলনটা বাংলাদেশ দল একা একা করবে। সেখানে লঙ্কান কেউ থাকবে না।’– সাথে যোগ করেন তিনি।

আইসোলেশন পর্ব না থাকলেও সাবধানী বিসিবি। সেখানে গিয়ে কোন খেলোয়াড় পজিটিভ হলেও যাতে সেরে উঠে মাঠে ফিরতে পারেন, সেই সময়টা হাতে নিয়েই শ্রীলঙ্কা যাবে দল। যেখানে লঙ্কানদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে অন্তত ২০ থেকে ২৫ দিন হাতে রাখতে চায় বোর্ড।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানান, ‘আমরা ১৪ দিন বসে থাকতে চাচ্ছিলাম না। এনিয়ে আলোচনা চলছে। তবে সতর্কতার জন্য ২০ থেকে ২৫ দিন আগেই লঙ্কা সফরে যাচ্ছি। সেখানে গিয়েও আমাদের সবাইকে করোনা পরীক্ষা দিতে হবে। এতে যারা পজেটিভ আসবে তাদের আইসোলেশনে পাঠানো হবে।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

প্রত্যাবর্তনে ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকিয়ে বিসিবি

শেষমুহূর্তে শ্রীলঙ্কা সফর নিয়ে টানাপোড়েনে বিসিবি

আক্রান্ত হলে সুযোগ হারাবেন ক্রিকেটাররা!

হঠাৎ করোনা পরীক্ষা মুশফিক-তামিমদের

প্রতিভা যাচাইয়ে ক্রিকেটারদের সুযোগ দিতে চায় বিসিবি