Scores

শ্রীলঙ্কায় মাশরাফি’ই অধিনায়ক, সেটা জানতেন না নান্নু!

গত মঙ্গলবার (১৬ জুলাই) শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে দলীয় অধিনায়ক কে এই প্রশ্ন করা হলে তিনি দ্বিধায় পড়ে যান। তিনি নাকি নিশ্চিত ছিলেন না মাশরাফি বিন মুর্তজায় অধিনায়ক।

১৬ জুলাই দুপুরে মিরপুরে বিসিবির কার্যালয়ে সংবাদমাধ্যমের সামনে শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করছিলেন নান্নু। দল ঘোষণার একপর্যায়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন ছুঁড়ে দেয় এই সিরিজে অধিনায়কত্ব করবেন কে। এই প্রশ্নের জবাব দিতে যেয়ে অপ্রস্তুত দেখা যায় তাকে।

Also Read - ফাইনালের পর একসাথে মদ পান করেছেন মরগান ও উইলিয়ামসন


শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সুতরাং নিয়মিত অধিনায়ক মাশরাফির’ই দলকে নেতৃত্ব দেয়ার কথা। কিন্তু অধিনায়কত্ব নিয়ে প্রশ্নে নান্নু জবাব দেন এটা বোর্ডের সিদ্ধান্ত। তিনি এই বিষয়ে বেশি কিছু জানেন না।

নান্নুর ভাষ্যমতে, ‘এটি তো বোর্ডের সিদ্ধান্ত। আমি ঠিক বলতে পারবো না।’

মাশরাফি স্কোয়াডে থাকার পরেও প্রধান নির্বাচকের এমন উত্তর কিছুটা অবাকই করে! অবশ্য পরে নিশ্চিত করা হয়েছে নড়াইল এক্সপ্রেস’ই অধিনায়কত্বের গুরুদায়িত্ব পালন করবেন।

১৪ সদস্যের বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সাব্বির রহমান।

একনজরে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি:

তারিখ ম্যাচ/যাত্রা ভেন্যু
২৬ জুলাই ২০১৯ ১ম একদিনের ম্যাচ (দিবারাত্রি) আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
২৮ জুলাই ২০১৯ ২য় একদিনের ম্যাচ (দিবারাত্রি) আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
৩১ জুলাই ২০১৯ ৩য় একদিনের ম্যাচ (দিবারাত্রি) আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
১ আগস্ট ২০১৯ শ্রীলঙ্কা ত্যাগ করবে বাংলাদেশ দল

 

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।_

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

মাশরাফিকে শেখানোর কিছু দেখছেন না রাসেল

১৫৯ দিন পর মাশরাফি

ফটোসেশনে মাশরাফি-নবীর না থাকার কারণ

মিটেছে অনুশীলনের জন্য নির্দিষ্ট জার্সির সমস্যা

স্ট্রাইকরেট বাড়ানোয় নজর বিজয়ের, স্মরণীয় বিপিএলের আশা