Scores

শ্রীলঙ্কায় ১৪ দিন কোয়ারেন্টিনের বিপক্ষে বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রীও

শ্রীলঙ্কা সফরে গিয়ে হোটেল রুমে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকা বাংলাদেশ ক্রিকেটারদের পক্ষে সম্ভব নয় জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রীও জাহিদ আহসান রাসেল। তার আশা পর্যাপ্ত সুযোগ-সুবিধার ব্যবস্থা করবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

 

Also Read - 'কোহলি মানুষ, যন্ত্র নয়'


বাংলাদেশ শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফরে যাবে কি না সেই বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানানো হয়নি। মিডিয়ায় গুঞ্জন উঠেছে এই বছর সিরিজ বাতিল হলে তা হবে আগামী বছর একই সময়ে। এই সিরিজের ভাগ্য নির্ধারণ করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের উপর। ইতোমধ্যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের ক্রিকেটার এবং বাকি স্টাফদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার কথা জানিয়েছে।

এই ১৪ দিনে হোটেল রুম থেকে বের হতে পারবে না ক্রিকেটাররা। সেই সাথে পারবে না কোন অনুশীলন করতেও। যার কারণে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেওয়ার কথা থাকলেও সেটি পেছানো হচ্ছে। এবার এই ইস্যূতে কথা বলেছেন বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

তার মতে ক্রিকেটারদের কোন ধরণের প্রস্তুতি বাদে টানা ১৪ দিন কোয়ারেন্টিনে থাকলে বাংলাদেশের ক্রিকেটারদের সমস্যার সম্মুখীন হতে হবে বলে মনে করছেন তিনি। তবে বিসিবির মতো তিনিও একই সুরে কথা বলেছেন। ১৪ দিন কোয়ারেন্টিতে থাকার ব্যাপারে রাজি হলেও এই সময়ে ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং এবং স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিতে হবে।

অন্তত এই ১৪ দিনে হোটেলের যে সুযোগ-সুবিধা আছে, সেটি যেন ভোগ করতে পারে ক্রিকেটাররা সেই ব্যবস্থা করতে বলেছেন বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রীও জাহিদ আহসান রাসেল। তবে শেষ পর্যন্ত জল কতদূর গড়ায় সেটিই এখন দেখার বিষয়। আদৌ সিরিজটি হবে কি না সেই ব্যাপারেও নিশ্চিত নয়।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

রুবেলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর আর্থিক সহায়তা