Scores

শ্রীলঙ্কা দলে ফিরলেন চান্দিমাল

কয়েক মাস আগে তিনি ছিলেন দলের অধিনায়ক। তার নেতৃত্বে দল বলার মত সাফল্য পায়নি। ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল ম্লান। তাই অধিনায়কত্বের পাশাপাশি দলের জায়গাটাও হারাতে হয়েছিল দীনেশ চান্দিমালকে।

শ্রীলঙ্কা দলে ফিরলেন চান্দিমাল

তবে অবশেষে চান্দিমালের অপেক্ষার প্রহর ফুরিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে তিনি জায়গা পেয়েছেন। তিনি ছাড়াও দলে ফিরেছেন আকিলা ধনঞ্জয়া ও দিলরুয়ান পেরেরা।

Also Read - "একজন অন্ধ আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার!"


আগামী ১৪ আগস্ট থেকে গলে শুরু হবে স্বাগতিক শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ। দুই টেস্ট ম্যাচের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোয়, ২২ আগস্ট থেকে।

ঘোষিত ২২ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন নতুন দুই ক্রিকেটারও। সেহান জয়াসুরিয়া ও আসিথা ফার্নান্দো এখনো টেস্ট আঙিনা মাড়াননি। অবশ্য ১৫ সদস্যের চূড়ান্ত হলে এই দুই তরুণ জায়গা পাবেন কি না তা এখনো নিশ্চিত নয়।

দলে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউসও, যিনি চোটের কারণে শ্রীলঙ্কার সর্বশেষ টেস্ট সিরিজে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) অংশ নিতে পারেননি। বাংলাদেশকে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারানোর পর শ্রীলঙ্কা রয়েছে ফুরফুরে মেজাজে।

একনজরে শ্রীলঙ্কার ২২ সদস্যের প্রাথমিক টেস্ট স্কোয়াড

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, লাহিরু থিরিমান্নে, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, নিরোশান ডিকওয়েলা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো পেরেরা, ওশাডা ফার্নান্দো, দানুশকা গুনাথিলাকা, সেহান জয়াসুরিয়া, চামিকা করুনারত্নে, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনঞ্জয়া, লাসিথ এম্বুলদেনিয়া, লক্ষণ সান্দাকান, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ওয়েস্ট ইন্ডিজের জয়ে টুইটারে প্রশংসার জোয়ার

হোল্ডার-গ্যাব্রিয়েল তোপে ওয়েস্ট ইন্ডিজের রোমাঞ্চকর জয়

আইসিসির চেয়ারম্যান হওয়ার বিষয়ে মুখ খুললেন সৌরভ

খেলা বন্ধের কারণ যখন ‘টাইগার’

সৌরভকে নাসেরের অতি প্রশংসা মনে ধরল না গাভাস্কারের