Scores

শ্রীলঙ্কা নয়, ভেট্টোরি ও ম্যাকমিলান আসবেন বাংলাদেশে

শ্রীলঙ্কা সফর শেষপর্যন্ত আলোর মুখ দেখলে দীর্ঘ এই সফরে টাইগাররা খেলবে তিনটি টেস্ট। এই সফর দিয়েই মহামারী-পরবর্তী ক্রিকেট শুরু করবে বাংলাদেশ। তাই সফরের আগে প্রয়োজন যথেষ্ট প্রস্তুতি। সিরিজ নিয়ে অনিশ্চয়তা থাকায় আনুষ্ঠানিক প্রস্তুতি অবশ্য এখনো শুরু করতে পারেনি বাংলাদেশ দল। 

শ্রীলঙ্কা নয়, ভেট্টোরি ও ম্যাকমিলান আসবেন বাংলাদেশে

শ্রীলঙ্কান সরকারের বেঁধে দেওয়া কোয়ারেন্টিন-বাধ্যবাধকতায় শ্রীলঙ্কা-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। এমনকি বাংলাদেশ সফরের স্কোয়াডও ঘোষণা করেনি। সফর নিয়ে অনিশ্চয়তা থাকায় শ্রীলঙ্কার বদলে বাংলাদেশে এসেই শিষ্যদের সাথে যোগ দেবেন কোচিং স্টাফের দুই সদস্য ড্যানিয়েল ভেট্টোরি ও ক্রেইগ ম্যাকমিলান।

Also Read - ভারতীয়রা ইংরেজি বোঝেন না, সমালোচনা সামলাতে পারেন না- দাবি মাঞ্জরেকারের


এর আগে কথা ছিল, নিজ নিজ দেশে থাকা এই দুই সাবেক কিউই ক্রিকেটারকে শ্রীলঙ্কাতেই দলের সাথে যোগ দিতে বলবে বিসিবি। তবে সূত্র জানিয়েছে, ইতোমধ্যে স্পিন বোলিং কোচ ভেট্টোরি ও সদ্য নিয়োগপ্রাপ্ত ব্যাটিং কোচ ম্যাকমিলানকে শ্রীলঙ্কায় না গিয়ে বাংলাদেশেই আসতে বলা হয়েছে। শ্রীলঙ্কা সফর আলোর মুখ দেখলে অন্য কোচদের মত তারাও দলের সওয়ার হবেন ঢাকা থেকেই।

চলতি মাসের শুরুতেই ঢাকায় পা রাখেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুক। ট্রেনার নিকোলাস ট্রেভর লি ক’রোনায় আক্রান্ত হলেও আইসোলেশনে থেকে ছোঁয়াচে ভাইরাস মুক্ত প্রমাণ করেছেন নিজেকে। ভেট্টোরি ও ম্যাকমিলান ঢাকায় আসলে ক্রিকেটাররা তাদের ব্যক্তিগত অনুশীলনে পুরো কোচিং প্যানেলকেই পাবেন।


প্রসঙ্গত, বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে এখনো দুই বোর্ডের আলোচনা চলছে। সফর স্থগিত না হলে শ্রীলঙ্কা উড়াল দেওয়ার আগে মিরপুরে আনুষ্ঠানিক অনুশীলনের কথাও রয়েছে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

ম্যাকমিলানের পর আসছেন না ভেট্টোরিও

ব্যাটিং কোচের খোঁজে বিসিবি; চূড়ান্ত হয়নি ভেট্টোরির আসার দিনও

বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দিলেন ম্যাকমিলান

ম্যাকমিলানকে টাইগারদের ‘ভালোমন্দ’ বুঝিয়ে দিয়েছেন ম্যাকেঞ্জি

ভেট্টোরি-ম্যাকমিলানদের সাক্ষাৎ মিলবে লঙ্কায়