Scores

শ্রীলঙ্কা নয়, মুশফিকের প্রতিপক্ষ ছিল হাথুরুসিংহে

সর্বশেষ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ। দুবাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তামিম ইকবালের এক হাতে ব্যাটিংয়ের বীরত্ব ছাড়াও আরও একটি কারণে ম্যাচটি স্মরণীয়-বরণীয় হয়ে আছে, তা মুশফিকুর রহিমের ক্যারিয়ার সেরা ইনিংস।

শ্রীলঙ্কা নয়, মুশফিকের প্রতিপক্ষ ছিল হাথুরুসিংহে তামিম

চোট পেয়ে মাঠ ছাড়া তামিম হাসপাতালে গিয়েই বুঝতে পারেন, কয়েকদিনের জন্য ছিটকে পড়েছেন মাঠের বাইরে। ২২৯ রানে ৯ম উইকেটের পতনের পর ভাঙা হাতে পরলেন কাটা গ্লাভস। তার সেই বীরত্বের দিনে মুশফিক ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন (১৪৪ রান)। সেই ওয়ানডেতে বাংলাদেশ পায় ১৩৭ রানের বিশাল জয়। অনেকেরই মতে, ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল তামিমের ভাঙা হাত নিয়ে মাঠে নামার সাহসী সিদ্ধান্তই।

Also Read - বিপিএল নিয়ে তামিম-মুশফিকের আক্ষেপ ও চাওয়া


সেই ম্যাচ নিয়ে শনিবার (২ মে) আলাপচারিতায় মেতে ওঠেন তামিম ও মুশফিক। ঐ ম্যাচে পাঁজরের চোট নিয়ে খেলেন মুশফিক। আগের দিন ব্যথায় অনুশীলন করতে পারেননি, কিন্তু চোট নিয়েও লঙ্কানদের বিপক্ষে খেলতে নামেন; নেমেই বাজিমাত। রসিকতা করে তামিমের ভাষ্য, ‘শ্রীলঙ্কার সাথে তোর (মুশফিক) খেলা ছিল না। বাংলাদেশ খেলেছিল শ্রীলঙ্কার সাথে, মুশফিক খেলেছিল হাথুরুর (চন্ডিকা হাথুরুসিংহে) সাথে।’

হাথুরুসিংহে যতদিন বাংলাদেশের কোচ ছিলেন, তার বড় অংশজুড়ে অধিনায়ক ছিলেন মুশফিক। কোচ-অধিনায়কের রসায়ন কতটা জমেছিল তা নিয়ে রহস্যজনক তথ্য আছে অবশ্য। কারণ গুঞ্জন আছে- কড়া কোচ হাথুরুসিংহের প্রতি অসন্তোষ ছিল অনেক ক্রিকেটারের। যদিও এখনো কোচ হিসেবে হাথুরুসিংহের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন ক্রিকেটাররা।


সেই হাথুরুসিংহে ২০১৭ সালে হুট করে বাংলাদেশকে বিদায় বলেন, দায়িত্ব নেন নিজ জাতীয় দলের। বাংলাদেশ দলের শক্তি আর দুর্বলতার জায়গা তিনি ভালোই জানতেন। নিদাহাস ট্রফি থেকে শুরু হওয়া ক্রিকেটীয় দ্বন্দ্ব তো ছিলই। এশিয়া কাপের ঐ ম্যাচ তাই বাড়তি আবহ যোগ করেছিল সমর্থকদের মধ্যে।

মুশফিকের উদ্দেশে তামিম বলেন, ‘আমাদের সবারই একটা জেদ ছিল। নেতিবাচক কিছু বলছি না। কিন্তু যেভাবে সে চলে গেছে বাংলাদেশ ছেড়ে, বা যেভাবে আমরা শ্রীলঙ্কা হারাতে চাচ্ছিলাম… ও আমাদের ভালোমন্দ সব জানত, তোরও সবকিছু জানত। ওকে হারালে আমরা তৃপ্ত হতাম। ঐদিক থেকে সবাই চাচ্ছিলাম ম্যাচটা যেন জিততে পারি।’ 

হাথুরুসিংহেকে নিয়ে রসিকতা করলেও তামিম এই হাই প্রোফাইল কোচের প্রশংসা করতেও ভুলেননি। তিনি বলেন, ‘সে আমাদের জন্য অনেক ভালো কোচ ছিল।’ 

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

স্মিথ-ওয়ার্নারদের দলের কোচ হলেন হাথুরুসিংহে

হাথুরুর সাথে মারামারির মত অবস্থা হয়েছিল সুজনের!

“পারফর্ম না করলে আপনার বাবাও আপনাকে দলে রাখবে না”

নাসিরের চোখে হাথুরুসিংহে ‘বদমেজাজি কোচ’

হাথুরু নয়, রোডসও নয়, ক্রিকেটাররা চান অন্যরকম কোচ