
করোনার পর আবার ক্রিকেট ফিরেছে বটে, তবে বদল এসেছে অনেকটা। কোভিড-১৯ এর জেরে এখন আর ঝুঁকি নিতে চায় না বোর্ডগুলো। এজন্য তুলনামূলক বেশি সংখ্যক খেলোয়াড় নিয়ে বিদেশ সফর করছে। একই পথে হাঁটবে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরের জন্য ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে বিসিবি।
মহামারি ভাইরাসের পর ক্রিকেটের প্রত্যাবর্তনে সবচেয়ে বেশি ইতিবাচক ছিল ইংল্যান্ড। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে সিরিজ আয়োজনে সম্মতি জানায় ওয়েস্ট ইন্ডিজ। এজন্য ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২৫ ক্রিকেটারকে নিয়ে ইংল্যান্ডে যায় তারা।
এরপর একই দেশে সিরিজ খেলতে গেছে পাকিস্তান ক্রিকেট দল, তাদের স্কোয়াডে খেলোয়াড় সংখ্যা ২৯ জন। পাকিস্তানের পর ইংল্যান্ডে পাড়ি জমাবে অস্ট্রেলিয়া। সমান ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য অজিরা এরই মধ্যে ২১ সদস্যের দল ঘোষণা করেছে।
করোনার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মুখিয়ে আছে বাংলাদেশ দল। আগামী ২৪ অক্টোবর ৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কান মুখোমুখি হবে টাইগাররা। এই সফরের জন্য দল নির্বাচনে ঝুঁকি নিতে চায় না বিসিবি। এজন্য ২০ থেকে ২২ সদস্যের স্কোয়াড প্রস্তুত করছে। যা জানানো হবে সেপ্টেম্বরের মাঝের দিকে।
আজ (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘দল আমরা ১০-১৫ তারিখের মধ্যে দিয়ে দিব কারণ সংখ্যাটা আমরা বাড়াবো ২০-২২ জন। কোভিডকে যতটা সহজ মনে হচ্ছে, ততটা সহজ না। অনেক ঝুঁকি আছে। আমাদের অনেক বিকল্প রাখতে হবে।’
‘সবশেষ যারা খেলেছে তারাতো থাকবেই। এছাড়া শ্রীলঙ্কায় আমরা তিন-চারটা অনুশীলন ম্যাচ খেলবো, সেখান থেকেও বাছাইয়ের সুযোগ থাকবে। সেখানেও নির্বাচকদের অপশন থাকবে। কিছু করার নেইতো। যেহেতু সবশেষ ৫-৬ মাস কোন খেলা নেই।’– সাথে যোগ করেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।