শ্রীলঙ্কা সফরে কমছে টেস্ট, যোগ হচ্ছে টি-২০!
করোনাভাইরাসের কারনে স্থগিত হয়েছিল বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। সেই সফরে কোনো টি-২০ ম্যাচ না থাকলেও এখন সেখানে যোগ হতে পারে তিনটি টি-২০ ম্যাচ। এখন শ্রীলঙ্কার সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইএসপিএনক্রিকইনফোর খবর অনুসারে শ্রীলঙ্কার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এসএলসির সহ-সভাপতি মোহন ডি সিলভা নিশ্চিত করেছেন তিন টেস্টের একটি টেস্ট কমতে পারে। সেই টেস্টের পরিবর্তে টি-২০ আয়োজনের সম্ভাবনা রয়েছে তবে তিন টি-২০ ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ ছিল না।
বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশে যাত্রা শুরু করার পরিকল্পনা করছে বিসিবি। তবে সূচি এখনো চূড়ান্ত হয়নি।
আকরাম খান বলেন, “সূচিটা এখনো চূড়ান্ত হয়নি তবে আমরা কলম্বোর উদ্দেশে ২৪ সেপ্টেম্বর দেশ ছাড়তে পারি। প্রথম টেস্ট ম্যাচটা অক্টোবরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে। টেস্ট এবং টি-২০ দলকে একসাথে পাঠানো যায় কিনা সে ব্যাপারে আমরা আলোচনা করছি। তবে এ সপ্তাহের মধ্যেই আমরা আমাদের পরিকল্পনা চূড়ান্ত করব।”
অক্টোবরের মাঝামাঝি সময়ে প্রথম টেস্ট অনুষ্ঠিত হলে সেখানে খেলতে পারবেন না সাকিব আল হাসান। এ অলরাউন্ডার মাঠে ফিরতে পারবেন এ বছরের ২৯ অক্টোবর থেকে।
জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের কথা ছিল বাংলাদেশের। কিন্ত করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তা স্থগিত হয়েছিল। করোনভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এ টেস্ট সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার তলানিতে থাকা বাংলাদেশ এখনো কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। অন্যদিকে ৮০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে লঙ্কানরা।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।