Scores

শ্রীলঙ্কা সফরে টেস্ট কমলেও থাকছে না সীমিত ওভারের ম্যাচ

করোনার কারণে স্থগিত হওয়া শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট সিরিজ দ্বিতীয় দফা আলোচনার পরও দেখেনি আলোর মুখ। বাংলাদেশ দল প্রস্তুতির ষোলকলা পূর্ণ করেও লঙ্কান বোর্ডের কড়াকড়ির কারণে যেতে পারেনি সফরে। তবে আগামী এপ্রিলে আবারো বাংলাদেশকে সফরের আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা সফরে টেস্ট কমলেও থাকছে না সীমিত ওভারের ম্যাচ

এফটিপি অনুযায়ী আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত তিনটি টেস্ট মাঠে গড়ানোর কথা ছিল সফরটিতে। তবে এপ্রিলে সফর আলোর মুখ দেখলেও কমে যাবে একটি টেস্ট। টেস্ট সিরিজের ব্যাপ্তি কমায় অনেকেই ভেবেছিলেন, সিরিজে হয়ত যুক্ত হবে ওয়ানডে বা টি-টোয়েন্টি।

Also Read - ওয়েস্ট ইন্ডিজের এমন পারফরম্যান্সে হতাশ পাপন

কিন্তু সেই সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশের ঠাসা সূচির কারণে এফটিপির বাইরে কোনো খেলা আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের খেলা থাকার সুযোগ নেই। কারণ খুবই ঠাসা সূচি। আপনারা জানেন, আমাদের এখন যে শিডিউল… এতে টানা এত খেলবে কীভাবে? আমরা সেই চিন্তায় আছি। বিশেষ করে দেশের বাইরে অনেক খেলা আছে।’

করোনার কারণে দীর্ঘ দশ মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিল বাংলাদেশ। এ সময়ে স্থগিত হয়েছে অনেক সিরিজ। এই সিরিজগুলো পুনরায় মাঠে গড়ানো সহজ কাজ নয়। রীতিমত বিরতিহীনভাবে খেলেই স্থগিত হওয়া সিরিজগুলো সম্পন্ন করতে হবে। খেলোয়াড়দের ধকলের শঙ্কার মাঝে দাঁড়িয়ে বিসিবিই চাইছে না নতুন করে শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের খেলা যোগ করতে।

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পর অবশ্য অক্টোবরে প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু দুই বোর্ডের মতামতের বনিবনা না হওয়ায় শেষপর্যন্ত সিরিজ দেখেনি আলোর মখ। শ্রীলঙ্কা সফর আগেরবার স্থগিত হওয়ায় একটু অসন্তোষও দেখা গিয়েছিল বাংলাদেশে। তবে লঙ্কানদের এবারের প্রস্তাব সাদরেই গ্রহণ করেছে বিসিবি।

 

Related Articles

মনে হচ্ছিল জেলখানায় আছি : মিরাজ

টেক্টর-ক্যামফারের প্রতিরোধের দেয়াল, উইকেটহীন প্রথম সেশন

সাইফ-আকবরদের বড় লিড, ফের ব্যাটিং বিপর্যয়ে আইরিশরা

শতক হাতছাড়ার আক্ষেপ নিয়ে সাজঘরে ইয়াসির

ইয়াসিরের অর্ধশতক, পঞ্চাশের পথে হৃদয়