Scores

শ্রীলঙ্কা সফরে সুজনই থাকছেন হেড কোচ

বাংলাদেশ দলের আসন্ন শ্রীলঙ্কা সফরে খালেদ মাহমুদ সুজনই দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন। সোমবার (১৫ জুলাই) সংবাদমাধ্যমকে এ ব্যাপারে নিশ্চিত করেছেন বোর্ড পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

শ্রীলঙ্কা সফরে সুজনই থাকছেন হেড কোচ

বিশ্বকাপ শেষে দল দেশে ফেরার পর প্রধান কোচ স্টিভ রোডসকে বরখাস্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভালো কোচ খুঁজতে বোর্ড কিছুটা সময় নিতে আগ্রহী। আর তাই শ্রীলঙ্কা সফরে দলের দেখভাল করবেন অন্তর্বর্তীকালীন কোচ- এটি জানাই ছিল।

Also Read - আম্পায়ারের সিদ্ধান্তে ভুল ছিল, দাবি সাইমন টফেলের


সেই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেও এগিয়ে ছিলেন সাবেক অধিনায়ক সুজন। ইতিপূর্বে বেশ কয়েকবার দলের ম্যানেজার ও একাধিকবার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করা সাবেক ক্রিকেটারের এবারের দায়িত্ব পাওয়ার বিষয়টিও নিশ্চিত হল। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তার অধীনেই প্রস্তুত হবে টাইগাররা।

যদিও অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করতে বেশ অনাগ্রহ তার। কয়েকদিন আগে একাধিক সংবাদমাধ্যমের সাথে আলাপকালে বোর্ডের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছিলেন, দীর্ঘ ও পূর্ণ মেয়াদে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করতে চান তিনি। আর সেক্ষেত্রে বোর্ড পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহত নিতেও নেই আপত্তি। যদিও আপাতত অস্থায়ী কোচের আসনে বসেই তাকে যেতে হচ্ছে শ্রীলঙ্কায়। বোর্ড নতুন কোনো কোচ খুঁজে পেলে হয়ত আবারো সরে যেতে হবে এই অন্তর্বর্তীকালীন কোচের পদ থেকে।

সুজনের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত হলেও তিনি নিজেই ধোঁয়াশা রেখেছিলেন কাজ করা নিয়ে। তবে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের বক্তব্যে দূর হয়েছে সেই ধোঁয়াশা।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইরিশদের ওয়ানডে স্কোয়াড ঘোষণা, দুই নতুন মুখ

বুলবুলের চোখে বাংলাদেশের সেরা ওয়ানডে একাদশ

সুজনের চোখে বাংলাদেশের সর্বকালের সেরা ওয়ানডে একাদশ

ব্যাটিং গড়কে ‘৪৫’-এ নিয়ে যেতে চান সৌম্য

আফতাবের চোখে বাংলাদেশের সেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি একাদশ