SCORE

শ্রীলঙ্কা সিরিজের জন্য সূচি প্রকাশ বিসিবির

এই বছরের মার্চেই শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তাদের মাটিতেই লড়েছে সমান তালে। দুই দলের কেউই সিরিজ শেষে এককভাবে ট্রফি না জিতলেও তিন ফরম্যাটের ক্রিকেটে সিরিজ ‘ড্র’ করেছে দুই দল।

শ্রীলঙ্কা সিরিজের জন্য সূচি প্রকাশ বিসিবির

তবে ওই সিরিজ থেকে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পাওনা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট এবং নিজেদের শততম টেস্টে জয় পাওয়া। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভালো খেললেও পুরো সিরিজ জুড়ে বলার মতো সাফল্য ছিল লঙ্কানদের মাটিতে নিজেদের শততম টেস্ট জয় পাওয়া।

Also Read - ত্রিদেশীয় সিরিজের সময়সূচি চূড়ান্ত

লঙ্কানদের মাটিতে সিরিজ খেলে এবার নিজেদের দেশে তাদেরকে আমন্ত্রন জানাতে প্রস্তুত বাংলাদেশ। আসছে আগামী বছরের জানুয়ারি মাস থেকে লঙ্কানদের বাংলাদেশ সফর শুরু হবে তবে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডে সিরিজ খেললেও বাংলাদেশে সেটি হবে ত্রিদেশীয় সিরিজ।

ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ১৩ জানুয়ারি বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তার আগেই বাংলাদেশে এসে পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজের আগে খেলবে প্রস্তুতি ম্যাচও। জানুয়ারির ১৫-২৭ তারিখ পর্যন্ত চলবে ত্রিদেশীয় সিরিজ।

ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কা, দুই দলই দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে চিটাগংয়ের উদ্দেশে রওনা দিবে। মূল টেস্টের আগে দুই দলই খেলবে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ। জানুয়ারির ৩১ তারিখে এই টেস্ট শুরু হয়ে শেষ হবে ফেব্রুয়ারির ৪ তারিখে। প্রথম টেস্ট শেষে দ্বিতীয় টেস্ট খেলতে তার পরের দিনই আবারো ঢাকায় ফিরবে দুই দল।

ফেব্রুয়ারির ৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টের আগে দুই দলই খেলবে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ। ১২-ই ফেব্রুয়ারি টেস্ট পর্ব শেষ হলে ১৫ তারিখ মিরপুরে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে তার পরের দিনই সিলেটের উদ্দেশে উড়াল দিবে দুই দল।

১৮-ই ফেব্রুয়ারি দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলে তার পরের দিনই নিজ দেশের উদ্দেশে উড়াল দিবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

আরও পড়ুনঃ ত্রিদেশীয় সিরিজের সময়সূচি চূড়ান্ত

Related Articles

চোট সারাতে তামিমের ইংল্যান্ড-যাত্রা বুধবার

অঘোষিত সেমিফাইনালের সামনে বাংলাদেশ

চাপই এনে দেয় রিয়াদের নিজস্ব ছন্দ

ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, বিশ্বাস সৌরভের

রশিদকে সামলানোর প্রস্তুতি ছিল ইমরুলের